শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

Somoy Channel
মঙ্গলবার ● ২৮ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » বাংলাদেশ » চাঁনপুর উচ্চ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ নিয়ে উত্তেজনা,পরীক্ষা স্থগিত
প্রথম পাতা » বাংলাদেশ » চাঁনপুর উচ্চ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ নিয়ে উত্তেজনা,পরীক্ষা স্থগিত
৭৩ বার পঠিত
মঙ্গলবার ● ২৮ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাঁনপুর উচ্চ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ নিয়ে উত্তেজনা,পরীক্ষা স্থগিত

চাঁনপুর উচ্চ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ নিয়ে উত্তেজনা,পরীক্ষা স্থগিতজাহাঙ্গীর আলম ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চাঁনপুর উচ্চ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ নিয়ে উত্তেজনা বিরাজ করার লিখিত ও মৌখিক পরীক্ষা স্থগিত করেছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি।

এর সত্যতা নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান।

মঙ্গলবার(২৮ নভেম্বর)দুপুর ২ টায় লিখিত ও মৌখিক পরীক্ষা সময় নির্ধারণ করা হলেও বিদ্যালয় ম্যানেজিং কমিটি পরীক্ষা স্থগিত ঘোষণা করে।

অভিযোগ উঠেছে,উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন চাঁনপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি জামাল উদ্দিন ও সহকারী শিক্ষক মোঃ নাসির উদ্দীনের সহযোগিতায় পরিচ্ছন্নতা কর্মী পদে ৮ জন আবেদনকারীর মধ্যে চাঁনপুর গ্রামের বাসিন্দা নাসির আলীর ছেলে রাকাব উদ্দিনের কাছ থেকে গোপনে সাড়ে তিন লক্ষাধিক টাকা উৎকোচ নিয়ে লিখিত ও মৌলিক পরীক্ষা পূর্বেই তাকে সিলেক্টেড করে রেখেছেন। পরীক্ষাটি শুধু লোক দেখানো হবে। এই বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টির পাশাপাশি আবেদনকারী,তাদের অভিবাবক,এলাকাবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয়।

তাই পরীক্ষা সুষ্ঠু ও নিরপেক্ষতার স্বার্থে এই নিয়োগে অর্থ লেনদের বিষয়েটি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণসহ পরীক্ষা বাতিলের দাবী তুলে এলাকাবাসী।

এরই প্রেক্ষিতে গত রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা কাছে লিখিত অভিযোগ দায়ের করেন মাহারাম গ্রামের বাসিন্দা মোঃ আব্দুর রহিম। এর অনুলিপি জেলা প্রশাসক,জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেয়া হয়।

অভিযোগকারী মোঃ আব্দুর রহিম জানান,এলাকাবাসীর দাবী প্রেক্ষিতে ও চাঁদপুর স্কুলের নিয়োগ পরীক্ষা সুষ্ঠু নিরপেক্ষ ও সচ্ছতার জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা স্থগিত করার জন্য আবেদন করেছিলাম। মঙ্গলবার দুপুরে পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জেনেছি।

অভিযোগের বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জামাল উদ্দিনের ফোনে কল দিলেও তিনি ফোন রিসিব না করায় বক্তব্য নেয়া যায়নি। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নাসির উদ্দীনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া জানান,পরিচ্ছন্নতা কর্মী পদে অনিয়মের অভিযোগ তুলে এলাকার লোকজন আমাকে জানিয়েছিল। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কতৃপক্ষকে অবগত করেছিলাম পরে শুনেছি নিয়োগ পরীক্ষা আর হয়নি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান জানান,আজ পরীক্ষার তারিখ থাকলেও আমি ঐ স্কুলে যায়নি। কমিটিকে বলেছিলাম লিখিত ও মৌখিক পরীক্ষা স্থগিত করার জন্য পরে কমিটিই স্থগিত করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা জানান,এই বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।



বিষয়: #  #  #


আর্কাইভ