সোমবার ● ২৭ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » চাকরি » চাকরির নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে আজিজ কো-র্অপারেটিভ ব্যাংকের ডিজিএম পরিচয় কারী ফারুক আলম।
চাকরির নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে আজিজ কো-র্অপারেটিভ ব্যাংকের ডিজিএম পরিচয় কারী ফারুক আলম।
এস,এম শওকত আলী, চুনারুঘাট, হবিগন্জ : বাংলাদেশে যুবকদের কাছ থেকে চাকরির নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে একদল প্রতারক।কেউ মানব পাচার,কেউ ব্যাংকে চাকরি দেওয়া,কেউ বিদেশ পাটানো।তেমনি ভাবে হবিগন্জ এক প্রতারকের আগমন ঘটেছে। হবিগঞ্জ সিলেট অঞ্চল থেকে এক প্রতারক ব্যাংকের নামে প্রতারণা করছে দীর্ঘ দিন ধরে।হবিগন্জ জেলার চুনারুঘাট উপজেলার সতং গ্রামের বেনু মিয়ার ছেলে (৪৫)ছেলে ফারুক আলম। নিজেকে আজিজ কোঅপারেটিভ কমার্স এন্ড ফাইনান্স ব্যাংকের বিভাগীয় প্রধান সিলেট বিভাগের দায়িত্ব আছে বলে দাবী করছে।বিভিন্ন জায়গায় ব্যাংকের শাখা খুলে মানুষকে চাকরি দিবে বলে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিচ্ছে।ভুক্তভোগী আকি আলম (২৫)জানায়,আমাকে ব্যাংকে চাকরি দিব বলে ৩লক্ষ টাকা নিয়েছে,রহিমা বেগম বলেন আমার কাছ থেকে টাকা নিয়েছে,আরেক ভুক্তিভোগি মো শওকত আলী জানান,চাকরির নামে আমাকে ভুয়া নিয়োগ পত্র দিয়ে আমার কাছ থেকে ৫লক্ষ টাকা নিয়েছে। গত কিছুদিন পূর্বে শায়েস্তাগঞ্জ একটি ব্যাংকের শাখা খুলবে বলে কিছু মহিলা ও পুরুষের কাছ থেকে প্রায় ২০লক্ষটাকা নিযেছে। তাদের কাছ থেকে টাকা নিয়েছে এমনিভাবে অনেক লোকের কাছ থেকে নিয়ে সে লাপাত্তা। এখন ধরা চোয়ার বাহিরে রয়েছে।গত মাসে পাওনা দার শায়েস্তাগন্জ রেল ষ্টেশনে আটক করে উত্তম মধ্যম দিলে পরে সে নিজেকে সেইভ করার জন্য ৯৯৯ নামাবারে ফোন দিয়ে পুলিশ এনে জেল হাজতে চলে যায়।জেল থেকে বাগির হ্য়ে আবারো শুরু করছে সে প্রতারনার ব্যবসা।এখন পাওনাদার তাকে খজতে াা আজও হয় নাই সিম ব্যবহার করেন তার মোবাইল নাম্বার ০১৭১২ ২০৯৪৩২ ভুক্তভোগীরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব বলে জানিয়েছে।
বিষয়: #চুনারুঘাট #হবিগন্জ