শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
বুধবার ● ৮ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » বাংলাদেশ » অবরোধে ট্রাকে আগুন দিয়ে কারাগারে যুবলীগ নেতা
প্রথম পাতা » বাংলাদেশ » অবরোধে ট্রাকে আগুন দিয়ে কারাগারে যুবলীগ নেতা
৭২ বার পঠিত
বুধবার ● ৮ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অবরোধে ট্রাকে আগুন দিয়ে কারাগারে যুবলীগ নেতা

অবরোধে ট্রাকে আগুন দিয়ে কারাগারে যুবলীগ নেতাবিএনপি ঘোষণায় চলা অবরোধের সময় ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর লালপোল এলাকায় চিনিবোঝাই একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় নুরুল উদ্দিন টিপু নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, টিপু ধলিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। পাশাপাশি সদর উপজেলা কমিটিরও সদস্য নুরুল উদ্দিন টিপু।

মঙ্গলবার (৭ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ও শহর পুলিশ ফাঁড়ির এসআই মো. হায়াত উল্যাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নুরুল উদ্দিনকে সোমবার (৬ নভেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত ২ নভেম্বর বৃহস্পতিবার ভোর রাতে চট্টগ্রামের এস আলম চিনি কারখানা থেকে ট্রাক ভর্তি চিনি নিয়ে নোয়াখালীর চৌমুহনীর উদ্দেশ্যে রওনা হন গাড়িচালক আবদুস সামাদ। ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল সেতুর ওপর পৌঁছালে দুর্বৃত্তরা চিনির ট্রাকটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। একপর্যায়ে তারা ট্রাকের সামনের অংশে পেট্রোল ছুড়ে আগুন ধরিয়ে দেয়।
এ সময় চালকের চিৎকারে অন্যান্য গাড়ি থামালে হামলাকারীরা পালিয়ে যায়।

খবর পেয়ে ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

এ ঘটনার দিন রাতে ট্রাক মালিক চট্টগ্রামের বাকলিয়া থানার দেওয়ান বাজার এলাকার উজ্জল বৈদ্য বাদি হয়ে ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করে বিশেষ ক্ষমতা আইনে ফেনী মডেল থানায় মামলা করেন।

তিনি দাবি করেন, আগুন দেওয়ার ঘটনায় যন্ত্রাংশ পুড়ে তার দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।

এদিকে বালুয়া চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল করে তিনটি দোকান নির্মাণ ও প্রায় ২ লাখ টাকা মূল্যের সরকারি বন বিভাগের গাছ কেটে নেওয়াসহ স্থানীয়দের নানান অভিযোগ রয়েছে আটক যুবলীগ নেতা টিপুর বিরুদ্ধে।

এ বিষয়ে সদর উপজেলা যুবলীগ সভাপতি নুরুল আবছার আপন জানান, টিপুকে গ্রেপ্তারের খবর তার জানা নেই।

তবে টিপু উপজেলা কমিটির সদস্য ও ধলিয়া ইউনিয়নের সহসভাপতির দায়িত্বে থাকার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।



বিষয়: #  #  #  #  #


আর্কাইভ