রবিবার ● ২৬ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » বাংলাদেশ » বিএনপি নেতা সাইদুজ্জামান গ্রেফতার
বিএনপি নেতা সাইদুজ্জামান গ্রেফতার
নাশকতার মামলায় ওয়ারী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সাইদুজ্জামান ওরফে রাজাকে গ্রেফতার করেছে র্যাব।
২৬ নভেম্বর, রবিবার রাজধানীর ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর সহকারী পরিচালক আমিনুল ইসলাম।
তিনি জানান, সাইদুজ্জামান ওরফে রাজা ওয়ারী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক। গত ২৮ অক্টোবরের পর থেকে বিভিন্ন নাশকতার ঘটনার মামলায় তিনি আসামি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
উল্লেখ্য, সরকার পতনের এক দফা দাবিতে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে রাজধানীর কাকরাইল মোড়ে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষটি বিস্তৃত হয়ে বিএনপির সমাবেশের কাছে চলে আসে এবং একপর্যায়ে ফের সংঘর্ষ শুরু হয়। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া হয় এবং পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।
ভয়াবহ এই সংঘর্ষে একজন পুলিশ সদস্য ও একজন রাজনৈতিক কর্মী নিহত হয়েছেন। এ ছাড়া ৪১ জন পুলিশ সদস্য ও ২৮ জন সাংবাদিকসহ আরও অনেকে আহত হয়েছেন। পুলিশের হিসাবে, ৫৫টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। বেশ কয়েকটি পুলিশ বক্স পোড়ানোর পাশাপাশি প্রধান বিচারপতির বাসভবনেও হামলা চালানো হয়।
এসব ঘটনায় বিএনপি নেতাকর্মীদের নামে রাজধানীর বিভিন্ন থানায় মামলা করে পুলিশ। দলটির শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়েছে।
বিষয়: #নির্বাচন ২০২৪