শনিবার ● ২৫ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » বাংলাদেশ » পত্নীতলায় মহারাস উপলক্ষ্যে মাতৃপূজা, গীতা প্রতিযোগিতা ও অষ্টপ্রহর লীলাকীর্তন।
পত্নীতলায় মহারাস উপলক্ষ্যে মাতৃপূজা, গীতা প্রতিযোগিতা ও অষ্টপ্রহর লীলাকীর্তন।
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি দিলিপ চৌহান: শ্রী শ্রী রাধা গোবিন্দের মহারাস উপলক্ষ্যে মঙ্গল প্রদীপ প্রজ্বলন, প্রার্থনা সংগীত,মাতৃ
পূজা,গীতা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী ১ম অধিবেশন: উদ্বোধনী অনুষ্ঠান ও ২য় অধিবেশন: শ্রী শ্রী মদ্ভাগবগীতা পাঠ
অন্তে শুভ অধিবাস ও মঙ্গল স্থাপনহয়েছে।
স্থান:রাম রামপুর গৌড়িয়া আশ্রম জীউ মন্দির প্রাঙ্গণ,বাকরইল,পত্নীতলা,নওগাঁ। তারিখ: ২৫ নভেম্বর-২০২৩ খ্রিঃ রোজ শনিবার। রাম রাম পুর গৌড়িয়া আশ্রম জীউ মন্দির আয়োজনে। উত্তর রামপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু কুমুদ চন্দ্র বর্মন এর সভাপতিত্বে ও রাম রামপুর গৌড়িয়া আশ্রম জীউ মন্দিরের পুরোহিত বাবু জীবন চক্রবর্তী ও নজিপুর মহিলা কলেজের প্রভাষক বাবু শৈলেন চন্দ্র বর্মন এর সঞ্চালনায়। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্ঠান ঐক্য পরিষদ নওগাঁ জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য ও নওগাঁ জজ কোটের এ,পি,পি এ্যাডভোকেট নিরঞ্জন কুমার সাহা। বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ ,খ্রিষ্টান ঐক্য পরিষদ পত্নীতলা উপজেলা শাখার সভাপতি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পত্নীতলা উপজেলা শাখার সহ-সভাপতি, বাবু রমেন চন্দ্র বর্মণ।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পত্নীতলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগ নজিপুর পৌর শাখার সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর,বাবু গৌতম চন্দ্র দে।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পত্নীতলা উপজেলা শাখার প্রচার সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগ পত্নীতলা উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বাবু দিলিপ চৌহান।
৩নং দিবর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাহাদ জামান (রাহাত)। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাপাহার উপজেলা শাখার সাধারণ সম্পাদক, বাবু গোপাল চন্দ্র মন্ডল।বাংলাদেশ আওয়ামী লীগ সাপাহার উপজেলা শাখার সদস্য বাবু মহেন্দ্র কর্মকার। বিশিষ্ট ব্যবসায়ী বাবু বিমল কুমার রায়। বাবু হিরালাল বমন,
বাবু মুকুল চন্দ্র মহন্ত,সাংবাদিক পরেশ টুডু সহ সনাতন ধর্মলম্বী ছাত্র-ছাত্রী মহিলা, পুরুষ ভক্ত বৃন্দ সুধী জন প্রমুখ উপস্থিত ছিলেন। ২৬ নভেম্বর রবিবার অরুনোদন হইতে দিবা- রাত্রি পর্যন্ত শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন অনুষ্ঠিত হবে। ২৭ নভেম্বর সোমবার ভোগ অন্তে প্রসাদ বিতরণ করা হবে।
বিষয়: #পত্নীতলা