শনিবার ● ২৫ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » আবারও রোহিঙ্গা নেতাকে হত্যা
আবারও রোহিঙ্গা নেতাকে হত্যা
ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আতাউল্লাহ নামে এক রোহিঙ্গা নেতাকে (সাবেক হেড মাঝিকে) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৫ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার পালংখালীর ক্যাম্প-১৯, এ/৮ ব্লকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আতাউল্লাহ ওই ক্যাম্পের এ/১ ব্লকের মৃত জালাল আহমদের ছেলে।
উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন হত্যাকান্ডের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপ আরসার দুষ্কৃতকারীরা ক্যাম্প-১৯, ব্লক-এ/৮-এর ইয়াছিন জোহার দোকানের পাশে রাস্তায় সাবেক হেড মাঝি আতাউল্লাহকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে আহত করে পালিয়ে যায়।
এরপরেই আশপাশের রোহিঙ্গারা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি জানান, তার লাশের সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক।
এর আগেও বিভিন্ন অন্তত অর্ধশতাধিক রোহিঙ্গা নেতা, উপনেতা ও সাধারণ রোহিঙ্গা হত্যার ঘটনা ঘটেছে।
ক্যাম্পবাসী দাবি করেছেন মাদকসহ নানা অনৈতিক ব্যবসার নিয়ন্ত্রণ নিতে আধিপত্য বিস্তার কেন্দ্র এসব হত্যাকাণ্ড ঘটছে।
বিষয়: #নির্বাচন ২০২৪