বৃহস্পতিবার ● ২৩ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা
বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা
“ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘মিচাউং”
ঘূর্ণিঝড় “মিধিলি”র প্রভাব না কাটতেই বঙ্গোপসাগরে আরেকটি ঘূর্ণিঝড় সৃষ্টির শঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়াবিদরা বঙ্গোপসাগরে ফের একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আগামী কয়েক দিনের মধ্যে এটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে “মিচাউং”।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলছে, দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। ভারতের আবহাওয়া অধিদপ্তর-আইএমডি এরই মধ্যে লঘুচাপটি দ্রুত শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে।
তবে এটি কবে ঘূর্ণিঝড়ে পরিণত হবে, আর কবে তা কোন দেশের উপকূলে আঘাত হানবে, তা এখনও কোনো সংস্থাই নিশ্চিত করেনি। আন্দামান এলাকায় সৃষ্টি হওয়া ঝড় সাধারণত বাংলাদেশ, ভারত ও মিয়ানমার উপকূলে আঘাত হানে।
আবহাওয়াবিদেরা বলছেন, বর্তমানে লঘুচাপটি বাংলাদেশ উপকূল থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে, আন্দামান সাগরের কাছে রয়েছে। সাধারণত ওই এলাকায় কোনো ঘূর্ণিঝড় সৃষ্টি হলে তা বাংলাদেশ উপকূলের কাছাকাছি আসতে পাঁচ থেকে সাত দিন সময় দরকার হয়। দীর্ঘ সময় নিয়ে আসা ঝড়গুলোর শক্তিও বেশি থাকে।
এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, “বঙ্গোপসাগরের লঘুচাপটি শক্তি অর্জন করছে। এটি নিম্নচাপে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর তা নিশ্চিত করে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হবে।”
বঙ্গোপসাগরে এ বছর এখন পর্যন্ত মোট তিনটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে। যার সব কটি কমবেশি বাংলাদেশ উপকূলে প্রভাব ফেলেছে। গত ৯ মে ঘূর্ণিঝড় মোখা, ২১ অক্টোবর ঘূর্ণিঝড় হামুন এবং সর্বশেষ ১৭ নভেম্বর ঘূর্ণিঝড় মিধিলির সৃষ্টি হয়। আরেকটি ঘূর্ণিঝড় সৃষ্টি হলে তা হবে এ বছরের জন্য চতুর্থ ঘূর্ণিঝড়। এর আগে বাংলাদেশে এক বছরে চারটি ঘূর্ণিঝড় আঘাত হানার নজির নেই।
বিষয়: #বঙ্গোপসাগর