শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
মঙ্গলবার ● ৭ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাজার জিয়ারতে আনোয়ারুজ্জামান
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাজার জিয়ারতে আনোয়ারুজ্জামান
৭৮ বার পঠিত
মঙ্গলবার ● ৭ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাজার জিয়ারতে আনোয়ারুজ্জামান

দায়িত্ব নেওয়ার আগে মাজার জিয়ারতে আনোয়ারুজ্জামানআর কিছুক্ষণ পর সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পঞ্চম মেয়র হিসেবে দায়িত্ব নিচ্ছেন নবনির্বাচিত আনোয়ারুজ্জামান চৌধুরী।

মঙ্গলবার (৭নভেম্বর) মেয়াদ শেষ হচ্ছে সিসিকের টানা দুই বারের মেয়র আরিফুল হক চৌধুরীর। এই দিন নতুন মেয়রের কাছে দায়িত্ব হস্তান্তর করে বিদায় নেবেন আরিফুল হক।

দায়িত্ব নেওয়ার আগে হযরত শাহজালাল (রঃ) মাজার জিয়ারত করেছেন আনোয়ারুজ্জামান চৌধুরী। মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে দলের নেতাকর্মীদের নিয়ে মাজারে যান তিনি।

এদিকে নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে বরণ করতে প্রস্তুত সিলেট। মহানগরীর রাজপথ থেকে অলিগলি সর্বত্র তাকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে লাগানো হয়েছে ব্যানার ফেস্টুন।

এসব ব্যানার ফেস্টুন টানানো হয়েছে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে। তবে অধিকাংশই টানানো হয়েছে ব্যক্তিগত উদ্যোগে। উদ্যোক্তারা অবশ্যই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।

এছাড়া সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকেও দৃষ্টিনন্দন ফেস্টুন টানিয়ে তাকে স্বাগত জানানো হয়েছে।

চলতি বছরের ২১ জুন পঞ্চম সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ১ লাখ ১৯ হাজার ৯৯১টি ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম (বাবুল) পান ৫০ হাজার ৮৬২ ভোট।

সিলেটভিউ



বিষয়: #  #  #


আর্কাইভ