শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

Somoy Channel
বৃহস্পতিবার ● ২৩ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » রাজনীতি » বিএনপির ডাকা ষষ্ঠ দফা অবরোধের দ্বিতীয় দিন আজ
প্রথম পাতা » রাজনীতি » বিএনপির ডাকা ষষ্ঠ দফা অবরোধের দ্বিতীয় দিন আজ
৪১ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৩ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিএনপির ডাকা ষষ্ঠ দফা অবরোধের দ্বিতীয় দিন আজ

বিএনপির ডাকা ষষ্ঠ দফা অবরোধের দ্বিতীয় দিন আজদ্বিতীয় দিনের মতো চলছে দেশব্যাপী বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ। টানা দুদিনের হরতাল শেষে একদিন বিরতি দিয়ে গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার সারা দেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার বিকেলে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। নির্বাচন কমিশনের ‘একতরফা’ তফসিল ঘোষণার প্রতিবাদে এবং নিরপেক্ষ সরকারের অধীনে ভোটের দাবিতে অবরোধের ডাক দেয় বিএনপি।

গতকাল বুধবার সকাল ৬টা থেকে এই অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। আগামীকাল শুক্রবার ভোর ৬টা পর্যন্ত সারা দেশে চলবে ৪৮ ঘণ্টার এই কর্মসূচি।

রাজধানীর সড়কে সরেজমিনে গিয়ে দেখা যায়, স্বাভাবিকের চেয়ে কিছুটা কম যানবাহন। ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশায় গন্তব্যের উদ্দেশে রওনা হন কর্মজীবীরা।

গণপরিবহনের চালকরা জানিয়েছেন, অবরোধের সকালে চাপ কম থাকলেও অফিসের সময় এগিয়ে আসার সঙ্গে সঙ্গে যাত্রী বাড়ে। আতঙ্ক থাকলেও জীবিকার তাগিদেই সকালে বের হন কর্মজীবী মানুষ।

অবরোধের সময় ঢাকাসহ সারা দেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নাশকতা ঠেকাতে মাঠে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্দলীয় সরকারের অধীনে ভোটের দাবিতে ২৮ অক্টোবরের পর থেকে ধারাবাহিক হরতাল-অবরোধ কর্মসূচি দিয়ে যাচ্ছে বিএনপি ও সমমনা দলগুলো।

গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সিইসি জানান, নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচার শুরু হবে ১৮ ডিসেম্বর থেকে, চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

বিএনপি এই তফসিল প্রত্যাখান করে রোববার ও সোমবার ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা করে। মঙ্গলবার ভোর ৬টায় এই কর্মসূচি শেষ হয়ে আজ থেকে শুরু হয়েছে আবার অবরোধ কর্মসূচি।

এর আগে গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে সহিংসতার পর পুলিশের বিরুদ্ধে সমাবেশে পণ্ড করার অভিযোগ এনে ২৯ অক্টোবর থেকে প্রায় ধারাবাহিকভাবেই অবরোধ কর্মসূচি পালন করে আসছে দলটি।

বিএনপির এ কর্মসূচিগুলোতে সারা দেশে শতাধিক যানবাহনে আগুন দেওয়া হয়েছে।



বিষয়: #


রাজনীতি এর আরও খবর

৩য় ধাপের উপজেলা নির্বাচন, প্রচার শেষ মধ্যরাতে ৩য় ধাপের উপজেলা নির্বাচন, প্রচার শেষ মধ্যরাতে
বাহুবল উপজেলা চেয়ারম্যান বিজয়ী আনোয়ার, ভাইস চেয়ারম্যান কামরুল ও মহিলা ভাইস চেয়ারম্যান রীতা বাহুবল উপজেলা চেয়ারম্যান বিজয়ী আনোয়ার, ভাইস চেয়ারম্যান কামরুল ও মহিলা ভাইস চেয়ারম্যান রীতা
১৫৬ উপজেলায় দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ আগামীকাল ১৫৬ উপজেলায় দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ আগামীকাল
বিশ্বম্ভরপুরে জনমত জরীপে এগিয়ে  ঘোড়া প্রতীকের প্রার্থী দিলীপ বর্মন বিশ্বম্ভরপুরে জনমত জরীপে এগিয়ে ঘোড়া প্রতীকের প্রার্থী দিলীপ বর্মন
ত্রিশালে প্রান্তিক ভোটারদের দ্বারে দ্বারে ভাইস চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম খলিল নয়ন ত্রিশালে প্রান্তিক ভোটারদের দ্বারে দ্বারে ভাইস চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম খলিল নয়ন
দোয়াত কলম প্রতিক নিয়ে ব্যাপক জনসমর্থনে এগিয়ে চলছেন চেয়ারম্যান প্রার্থী বোরহান দোয়াত কলম প্রতিক নিয়ে ব্যাপক জনসমর্থনে এগিয়ে চলছেন চেয়ারম্যান প্রার্থী বোরহান
সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধের সুপারিশ সাঈদ খোকনের সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধের সুপারিশ সাঈদ খোকনের
মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি
মে দিবসে রাজধানীতে শ্রমিক জনসভা করবে আওয়ামী লীগ মে দিবসে রাজধানীতে শ্রমিক জনসভা করবে আওয়ামী লীগ
উপজেলা নির্বাচনে কে কার আত্মীয়, দেখবে না নির্বাচন কমিশন: ইসি আলমগীর উপজেলা নির্বাচনে কে কার আত্মীয়, দেখবে না নির্বাচন কমিশন: ইসি আলমগীর

আর্কাইভ