সোমবার ● ২৭ মে ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » রেমালের প্রভাবে রাজশাহীতে ঝড়বৃষ্টি থাকবে যে কয়দিন
রেমালের প্রভাবে রাজশাহীতে ঝড়বৃষ্টি থাকবে যে কয়দিন
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজশাহীতে দমকা বাতাসের সঙ্গে ভারী বৃষ্টি হয়েছে। রবিবার (২৬ মে) রাত থেকে এ বৃষ্টি শুরু হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন কর্মজীবীরা। বৃষ্টি মাথায় নিয়ে কাজে বের হয়েছেন বিশেষ করে নিম্ন আয়ের মানুষেরা।
আবহাওয়া অফিস বলছে, আজ (সোমবার) সকাল ৯টা পর্যন্ত রাজশাহীতে ২৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বাতাসের গতিবেগ ছিল ১০ থেকে ১২ নটিকাল মাইল। তবে এই বৃষ্টিপাত এখনই শেষ হচ্ছে না, রেমালের প্রভাবে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এতে দেশের অনন্য বিভাের পাশাপাশি রাজশাহী, বিভাগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার/ ২৪ ঘণ্টা) থেকে অতিভারী (২৮৯ মিলিমিটার/ ২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
একইসঙ্গে ঝোড়ো বাতাস বয়ে যাবে এবং তাপমাত্রা কমবে। তবে উপকূলে বাতাসের যেমন গতি থাকে, অত বেশি থাকবে না বলে জানায় আবহাওয়া অধিদফতর।
এদিকে, ঘূর্ণিঝড় রেমাল শুরু হওয়ার পর থেকে এখনও তেমনভাবে ক্ষয়ক্ষতি হওয়ার খবর কোথাও পাওয়া যায়নি।
বিষয়: #রেমালের প্রভাবে রাজশাহীতে ঝড়বৃষ্টি থাকবে যে কয়দিন