শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
বৃহস্পতিবার ● ২৩ মে ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » মেক্সিকোয় নির্বাচনি প্রচারণার মঞ্চ ভেঙে নিহত ৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » মেক্সিকোয় নির্বাচনি প্রচারণার মঞ্চ ভেঙে নিহত ৯
৭৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৩ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মেক্সিকোয় নির্বাচনি প্রচারণার মঞ্চ ভেঙে নিহত ৯

মেক্সিকোয় নির্বাচনি প্রচারণার মঞ্চ ভেঙে নিহত ৯মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্য নির্বাচনি প্রচারণায় মঞ্চ ভেঙ্গে নয়জন নিহত হয়েছেন। রাজ্য গভর্নর এ তথ্য জানিয়েছেন। বুধবার (২২ মে) বিকেলে দেশটির নুয়েভো লিয়নে এ দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

স্থানীয় গভর্নর স্যামুয়ের গারসিয়া বলেন, মঞ্চ দুর্ঘটনায় আরও ৫০ জন আহত হয়েছেন। মেক্সিকোর সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠান জানিয়েছে, আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।

সেন্ট্রিস্ট সিটিজেনস মুভমেন্ট পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জর্জ আলভারেজ মেনেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বলেন, সান পেদ্রো গারজা গার্সিয়া শহরে চালানো নির্বাচনি প্রচারণায় হঠাৎ করে একটি ঝড়ে মঞ্চটি ভেঙে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন প্রেসিডেন্ট প্রার্থী জর্জ আলভারেজ নিজেও। তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেয়ার পর সুস্থ আছেন বলে জানান। তবে তার কর্মীরা আহত হওয়ায় তিনি নির্বাচনী প্রচারণা স্থগিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বুধবার বিকেলে গভর্নর গারসিয়া দুর্ঘটনার জন্য ঝড় বৃষ্টিকে দায়ী করেছেন। এছাড়া স্থানীয় বাসিন্দাদের বজ্রপাত ও ঝড় বৃষ্টি থেকে নিরাপদে থাকতে ঘরে থাকার আহ্বান জানান।

আগামী ২ জুন মেক্সিকোতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলভারেজ মেনেজ। যদিও তিনি দেশটির ক্ষমতাসীন দলের প্রার্থী ক্লডিয়া শিনবাউম এবং দ্বিতীয় অবস্থানে প্রেসিডেন্ট প্রার্থী সোচিটল গালভেজের থেকে অনেক পিছিয়ে রয়েছেন।



বিষয়: #


আর্কাইভ