শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
বৃহস্পতিবার ● ২৩ মে ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাইসির মতো অভিজ্ঞ রাজনীতিকের এভাবে মৃত্যু কাম্য নয়: ফখরুল
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাইসির মতো অভিজ্ঞ রাজনীতিকের এভাবে মৃত্যু কাম্য নয়: ফখরুল
৩৩ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৩ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাইসির মতো অভিজ্ঞ রাজনীতিকের এভাবে মৃত্যু কাম্য নয়: ফখরুল

রাইসির মতো অভিজ্ঞ রাজনীতিকের এভাবে মৃত্যু কাম্য নয়: ফখরুলহেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে শোক জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, এমন একজন অভিজ্ঞ রাজনীতিকের এভাবে মৃত্যু কাম্য নয়, যা বিশ্বের শান্তির জন্য হুমকি।

বৃহস্পতিবার (২৩ মে) সকালে শোক জানাতে ইরান দূতাবাসে যান মির্জা ফখরুল। এ সময় দূতাবাসে রাখা শোক বইতে স্বাক্ষর করেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

ফখরুল বলেন, এ মুহূর্তে বিশ্বে যখন অভিজ্ঞ রাজনৈতিক নেতার প্রয়োজন তখনই তার মতো এমন একজন অভিজ্ঞ রাজনীতিকের এভাবে মৃত্যু কাম্য নয়, যা বিশ্বের শান্তির জন্য হুমকি। বিশ্ব রাজনীতির জন্য এটা অপূরণীয় ক্ষতি। প্রেসিডেন্টের পরিবার, আত্মীয়স্বজনসহ ইরানের জনগণ যেন এ মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন সেটাই কাম্য।

এর আগে রবিবার (১৯ মে) আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুদেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান প্রেসিডেন্ট রাইসি। সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ অন্য কর্মকর্তারা। পথে জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বেল-২১২ মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

প্রায় ১৬ ঘণ্টা পর ওই হেলিকপ্টারের সব আরোহীর মৃত্যুর খবর নিশ্চিত করে দেশটির সংবাদমাধ্যম।



বিষয়: #


আর্কাইভ