শনিবার ● ১১ মে ২০২৪
প্রথম পাতা » সম্পাদকের পছন্দ » গ্যাস প্রেশারাইজড একুইফার
গ্যাস প্রেশারাইজড একুইফার
সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জের অনেক পাহাড়ি এলাকাতেই আপনি দেখবেন মাটি ফেটে পানি বের হচ্ছে। এসব জায়গায় বা তার আশেপাশে কয়েক ফুট গভীর একটা পাইপ লাগিয়ে সবচেয়ে কাছের একুইফারে (aquifer) কানেক্ট করিয়ে দিলে ভূগর্ভস্ত গ্যাস পকেটের উর্ধ্বমুখী চাপের কারণে সেখান থেকে সারাবছর কন্টিনিউয়াস পানি উঠতে থাকে যা পানযোগ্য ও সেচের কাজেও লাগে। সবচে বড় কথা কোন পেশীশক্তি বা যন্ত্রশক্তির খরচ নেই।
সিলেট অঞ্চল ছাড়াও সীতাকুন্ড, বাড়বকুন্ড, ফটিকছড়ি, দুমদুম্যা, ভোলা, চট্টগ্রাম শহর সহ আরো অনেক জায়গায় এমন দেখেছি। ছোটবেলায় চট্টগ্রামে আমাদের বাসার কাছে ইস্পাহানী মার্শাল গেটের কাছে একটা মাজার গড়ে উঠেছিলো মূলত এই রকম একটি অটোমেটিক পানি উঠার ইভেন্টকে গায়েবী ঘটনা হিসেবে জাহির করে। মাজারটি আগে মূল রাস্তার পাশে থাকলেও এখন গ্যাস স্টেশনের আড়ালে পড়ে গেছে।
ছবিতে কালেঙ্গা বনে এমন একটি গ্যাস প্রেশারাইজড একুইফার ওয়াটার আজলা ভরে পান করছেন আমার মডেল Tapan Roy দাদা!
বিষয়: #একুইফার #গ্যাস #প্রেশারাইজড