শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১

Somoy Channel
রবিবার ● ৫ মে ২০২৪
প্রথম পাতা » হবিগঞ্জ » হবিগঞ্জের মাতৃমঙ্গলের আয়া চন্দনা রাণী সরকারের সিজার বানিজ্যে অর্ধ লক্ষ টাকা আয়-!
প্রথম পাতা » হবিগঞ্জ » হবিগঞ্জের মাতৃমঙ্গলের আয়া চন্দনা রাণী সরকারের সিজার বানিজ্যে অর্ধ লক্ষ টাকা আয়-!
৪৮ বার পঠিত
রবিবার ● ৫ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হবিগঞ্জের মাতৃমঙ্গলের আয়া চন্দনা রাণী সরকারের সিজার বানিজ্যে অর্ধ লক্ষ টাকা আয়-!

হবিগঞ্জের মাতৃমঙ্গলের আয়া চন্দনা রাণী সরকারের সিজার বানিজ্যে অর্ধ লক্ষ টাকা আয়-! পাশের দেশে জায়গা জমি করে সম্পদের পাহাড় গড়েছেন তিনি।।স্টাফ রিপোর্টার:-

আয়া হয়েও অবিশ্বাস্য সম্পদের মালিক হবিগঞ্জ মাতৃমঙ্গলের চন্দনা রাণী সরকার।
এক অনুসন্ধানে বেড়িয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য এছাড়াও তার সম্পর্কে জানা গেছে,চন্দনা রাণী সরকার হবিগঞ্জ মাতৃমঙ্গলে আসা রোগীদেরকে কেন্দ্র করে দূদক তথা দুর্নীতি দমন কমিশনের তালিকাভুক্ত এক সাবেক দুর্নীতি পরায়ন উপ-পরিচালকের ছত্র ছায়ায় লাখাই থানায় পোস্টিং থাকা সত্ত্বেও মাতৃমঙ্গলে থেকে দীর্ঘ প্রায় দশ বছর যাবৎ সমগ্র জেলাব্যপী এক বিশাল সিজারিয়ান অপারেশন বাণিজ্যের সিন্ডিকেট গড়ে তুলেছেন।
যার ফলস্বরূপ মাতৃমঙ্গলে কোন রোগী ঢোকা মাত্রই ওই সিজার লাগবে বলে তার নির্দিষ্ট প্রাইভেট হসপিটালে পাঠিয়ে দেন। বিনিময়ে প্রতিটি সিজারের রেফারেল বাবদ কখনো কখনো সিজার প্রতি তিন হাজার টাকা পর্যন্ত পেয়ে থাকেন।
তবে এসব বিষয় নিয়ে হবিগঞ্জ মাতৃমঙ্গলের ডাক্তারসহ কেউই চন্দনার ভয়ে আলাপ করতে ইচ্ছুক নন তারা।
কেউই তার বিষয়ে কথা না কইতে চাইলেও একজনকে বিশেষ অনুরোধের পর নাম প্রকাশ না করার সর্তে, মাতৃমঙ্গলেরই চন্দনার এক ঘনিষ্ঠ সূত্রে জানা যায়,চন্দনা প্রতিদিন ১০ থেকে ১৫টি পর্যন্ত সিজার রেফারেল বাবদ চন্দনা রাণী সরকার প্রায়ই দিনে অর্ধলক্ষাধিক টাকা পর্যন্ত আয় করে থাকেন।
ওই সূত্রটি আরো জানায়,চন্দনা রাণী সরকার এই বিপুল পরিমাণ টাকা দিয়ে পাশ্ববর্তী এক দেশে বিনিয়োগ করে জায়গাসহ কয়েকটি বাড়ি কিনেছেন। তাছাড়া চন্দনা রাণী সরকারের পোস্ট অফিসে সঞ্চয় পত্র, বিভিন্ন ব্যাংকে এফ,ডি, আরসহ বিপুল পরিমাণ টাকা জমা রেখেছেন।
পাশাপাশি বাংলাদেশ সরকারের সরকারি কর্মচারী আচরণ বিধিমালার ১৭ (১) নম্বর ধারাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চন্দনা রাণী সরকার দুর্নীতি পরায়ন ওই সাবেক উপ পরিচালকের চেম্বারে অফিস টাইমেও তার সিজারিয়ান রেফারেল ব্যাবসা টিকিয়ে রাখার জন্য নিয়মিত ডিউটি করে থাকেন।
এ ব্যাপারে হবিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ের বর্তমান উপ-পরিচালকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অচিরেই তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।
চন্দনা রাণী সরকারের এমন অপকর্মের ব্যাপারে একজন সিনিয়র আইনজীবীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি ঘটনার প্রকৃত সত্য উদঘাটন পূর্বক শাস্তির জন্য এই প্রতিবেদন প্রকাশের পত্রিকার কপি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পাশাপাশি দুদক, এনবিআর সহ বাংলাদেশ সরকারের তদন্ত সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠানোর পরামর্শ দেন।
তাহলেই ওর বিরুদ্ধে সঠিক তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা যাবে এবং তাকে শাস্তির আওতায় আনা সম্ভব হবে বলে পরামর্শ দেন তিনি।



বিষয়: #


হবিগঞ্জ এর আরও খবর

“আজমিরীগঞ্জ থানা পুলিশের অভিযানে ১২০ লিটার চোলাই মদ, ১০০ লিটার চোলাই মদ উপকরণ জাওয়াসহ ০১ মাদক ব্যবসায়ী আটক” “আজমিরীগঞ্জ থানা পুলিশের অভিযানে ১২০ লিটার চোলাই মদ, ১০০ লিটার চোলাই মদ উপকরণ জাওয়াসহ ০১ মাদক ব্যবসায়ী আটক”
নবীগঞ্জ উপজেলা নির্বাচন শান্তি পূর্ণ ভাবে সম্পন্ন।  চেয়ারম্যান শেফু, ভাইস চেয়ারম্যান সাইফুল ও কাকলী বিজয়ী নবীগঞ্জ উপজেলা নির্বাচন শান্তি পূর্ণ ভাবে সম্পন্ন। চেয়ারম্যান শেফু, ভাইস চেয়ারম্যান সাইফুল ও কাকলী বিজয়ী
বাহুবল উপজেলা চেয়ারম্যান বিজয়ী আনোয়ার, ভাইস চেয়ারম্যান কামরুল ও মহিলা ভাইস চেয়ারম্যান রীতা বাহুবল উপজেলা চেয়ারম্যান বিজয়ী আনোয়ার, ভাইস চেয়ারম্যান কামরুল ও মহিলা ভাইস চেয়ারম্যান রীতা
হবিগঞ্জে ট্রেনে কাটা পড়ে পা হারালেন যুবক হবিগঞ্জে ট্রেনে কাটা পড়ে পা হারালেন যুবক
নবীগঞ্জে ৮ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৫ জনই আওয়ামীগের কার গলায় পড়ানো হবে বিজয়ের মালা? নবীগঞ্জে ৮ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৫ জনই আওয়ামীগের কার গলায় পড়ানো হবে বিজয়ের মালা?
বানিয়াচংয়ে টমটমের সিরিয়াল নিয়ে সংঘর্ষে নিহত ৪, আহত অর্ধশত বানিয়াচংয়ে টমটমের সিরিয়াল নিয়ে সংঘর্ষে নিহত ৪, আহত অর্ধশত
ইকবাল-সুমন- বিউটির জয় -  হবিগঞ্জের বানিয়াচংয়ে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহনের মধ্যে দিয়ে উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন।। ইকবাল-সুমন- বিউটির জয় - হবিগঞ্জের বানিয়াচংয়ে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহনের মধ্যে দিয়ে উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন।।
নবীগঞ্জের বিশিষ্ট বাউল লেবু মিয়ার স্বরণে মিলাদ মাহফিল কবর জিয়ারত নবীগঞ্জের বিশিষ্ট বাউল লেবু মিয়ার স্বরণে মিলাদ মাহফিল কবর জিয়ারত
হবিগঞ্জের নবীগঞ্জে ১টি বসত ঘরে আগুন! অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জের নবীগঞ্জে ১টি বসত ঘরে আগুন! অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

আর্কাইভ