শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
শুক্রবার ● ৩ মে ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রবল বৃষ্টিতে সৌদিতে ভেঙে পড়ল মসজিদের ছাদ
প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রবল বৃষ্টিতে সৌদিতে ভেঙে পড়ল মসজিদের ছাদ
৭৪ বার পঠিত
শুক্রবার ● ৩ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রবল বৃষ্টিতে সৌদিতে ভেঙে পড়ল মসজিদের ছাদ

প্রবল বৃষ্টিতে সৌদিতে ভেঙে পড়ল মসজিদের ছাদগত দুই দিন ধরে সৌদি আরবের বিভিন্ন স্থানে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে। তুমুল বৃষ্টিতে ভেঙে পড়েছে দেশটির এক মসজিদের ছাদ। বুধবার (০১ মে) সন্ধ্যায় দেশটির দাহরানের কিং ফাহাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবল বৃষ্টিতে একটি সুসজ্জিত মসজিদের ছাদ ভেঙে পড়ে। তবে কেউ হতাহত হননি। কারণ ওই সময় সেখানে কেউ ছিলেন না।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, মসজিদটির বাইরের অংশের ছাদটি ধসে পড়েছে। মসজিদ সম্প্রসারণের অংশ হিসেবে মূল ভবনের বাইরে স্টিলের এই ছাদটি স্থাপন করা হয়েছিল।

ছাদটির ওপর এতই পানি জমা হয়েছিল যে এটি আর ভার বহন করতে পারেনি। এরপর একটি পর্যায়ে এটি ভেতরের দিকে ধসে পড়ে। তখন মসজিদের ভেতর বৃষ্টির পানি প্রবেশ করে এবং মসজিদে যেসব কার্পেট ছিল সেগুলো পানিতে ভিজে যায়।

সৌদি আরবে বৃষ্টিপাতের কারণে সাধারণ মানুষকে সতর্কতা অবলম্বন করতে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। সরাসরি ক্যাম্পাসে না এসে অনলাইনে চলছে পাঠদান কার্যক্রম।

সৌদির মতো মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাতেও প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির কারণে আমিরাতের দুবাই বিমানবন্দরে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১৩টি ফ্লাইট বাতিল করে দেয়া হয়।



বিষয়: #  #  #


আর্কাইভ