মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » ধর্ম » সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা
সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা
সৌদি আরবে গত ১০ এপ্রিল পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। এর ঠিক দুই মাস দশ দিন পর ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালনের নিয়ম। সৌদি আরবের চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী এবার (২০২৪ সালে) কোরবানির ঈদ হতে পারে ১০ জিলহজ বা ১৬ জুন। খবর বিবিসি।
সাধারণত বাংলাদেশে সৌদি আরবের পরের দিন কোরবানির ঈদ পালন করা হয়। সেই হিসাবে আগামী জুন মাসের ১৭ তারিখ বাংলাদেশে কোরবানির ঈদ পালিত হওয়ার সম্ভবনা রয়েছে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে তারিখ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, মহান আল্লাহ মুসলিম জাতির পিতা হজরত ইবরাহিম (আ.)-কে স্বপ্নে তার সবচেয়ে প্রিয় বস্তু কোরবানির নির্দেশ দেন। আদেশের পর তিনি সবচেয়ে প্রিয় পুত্র ইসমাইল (আ.) কে কোরবানির সিদ্ধান্ত নেন। এতে আল্লাহ খুশি হন এবং ইসমাইলের পরিবর্তে পশু কোরবানি হয়। এই ঘটনাকে স্মরণ করে সারা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনে হিজরি বর্ষপঞ্জি হিসাবে জিলহজ মাসের ১০ তারিখ থেকে শুরু করে ১২ তারিখ পর্যন্ত পশু কোরবানি করেন।
বিষয়: #ঈদ #কোরবানি #ঘোষণা #তারিখ #সম্ভাব্য #সৌদি