শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

Somoy Channel
মঙ্গলবার ● ২১ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রধানমন্ত্রী: লাশের ওপর পা দিয়ে ক্ষমতা, ভাবতেও অবাক লাগে
প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রধানমন্ত্রী: লাশের ওপর পা দিয়ে ক্ষমতা, ভাবতেও অবাক লাগে
১০৭ বার পঠিত
মঙ্গলবার ● ২১ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রধানমন্ত্রী: লাশের ওপর পা দিয়ে ক্ষমতা, ভাবতেও অবাক লাগে

প্রধানমন্ত্রী: লাশের ওপর পা দিয়ে ক্ষমতা, ভাবতেও অবাক লাগেশেখ হাসিনা বলেন, ‘মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, ব্যাপকভাবে কর্মসংস্থান করা হচ্ছে। ফলে সারা বিশ্বে আজ বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি-জামায়াত জোটের কঠোর সমালোচনা করে বলেছেন, “কিছু লোক লাশের ওপর দিয়ে ক্ষমতা দখলের কথা ভাবছে, যা খুবই অমানবিক। জনগণকে হত্যা করে লাশের ওপরে পাড়া দিয়ে ক্ষমতায় যাওয়ার চিন্তা- এমন অমানবিকতা আমি আর কোথাও দেখি না। এটা ভাবতেও অবাক লাগে। কাজেই আমরা শান্তি চাই।”

মঙ্গলবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে “সশস্ত্র বাহিনী দিবস ২০২৩” উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে তিনি বলেন, “আমার কাছে প্রশ্ন হলো, কেন মানুষকে পুড়িয়ে হত্যা করা হচ্ছে? আমি এখনও বুঝতে পারছি না, মানুষকে কেন পুড়িয়ে ফেলা হচ্ছে, বাস পোড়ানো হচ্ছে এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হচ্ছে।”

প্রধানমন্ত্রী বলেন, “মানুষ যখন একটু শান্তিতে ছিল, স্বস্তিতে ছিল, একটু আশার আলো দেখছিল এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছিল ঠিক সেই সময়ে এই অগ্নিসন্ত্রাস, হরতাল, অবরোধ মানুষের জীবনটাকে আবার ব্যাহত করছে। একটা শঙ্কার মধ্যে ফেলে দিচ্ছে। এটাই হচ্ছে সব থেকে কষ্টের বিষয়।”

শেখ হাসিনা বলেন, “মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, ব্যাপকভাবে কর্মসংস্থান করা হচ্ছে। ফলে সারা বিশ্বে আজ বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।”



বিষয়: #  #


আর্কাইভ