বুধবার ● ১০ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » শিরোনাম » যৌথ বাহিনীর হাতে কেএনএফের স্থানীয় সমন্বয়ক গ্রেফতার
যৌথ বাহিনীর হাতে কেএনএফের স্থানীয় সমন্বয়ক গ্রেফতার
বান্দরবানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সহযোগী ও স্থানীয় সমন্বয়ক লাল লিয়ান সিয়াম বম (৫৭)কে গ্রেফতার করেছে পুলিশ। সিয়াম বম রুমা বেথেল পাড়া এলাকার মৃত থন আলহ বমের ছেলে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
১০ এপ্রিল, বুধবার বেলা সাড়ে ১২টায় বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে লাল লিয়ান সিয়াম বমকে উপস্থাপন করা হলে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে মঙ্গলবার (৯ এপ্রিল) রাতে রুমার বেথেল পাড়ায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে সিয়াম বমকে গ্রেফতার করে।
এ নিয়ে এই ঘটনায় মোট ৫৪ জন কেএনএফ সদস্য এবং একজন জিপ চালকসহ মোট ৫৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
কোর্ট পুলিশ পরিদর্শক একে ফজলু হক বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বিষয়: #গ্রেফতার #বাহিনী #যৌথ #সমন্বয়ক