মঙ্গলবার ● ৯ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » তাহিরপুরের বৃহত্তর বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজার সিসি টিভি ক্যামেরার শুভ উদ্বোধন
তাহিরপুরের বৃহত্তর বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজার সিসি টিভি ক্যামেরার শুভ উদ্বোধন
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বৃহত্তর বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারের ব্যবসায়ী ও সর্বস্তরের জনসাধারণ সার্বিক নিরাপত্তা ব্যবস্থার জন্য উপজেলা পরিষদের অর্থায়নে পুরো বাজার সিসি টিভি ক্যামেরা স্থাপন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকেলে শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল। এময় তাহিরপুর উপজেলা প্রকৌশলী আরিফ উল্ল্যা খান,বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন,উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুক মিয়া, বাদাঘাদট ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক জুনাব আলী,বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম দানু মিয়া,বাদাঘাট বাজার কমিটির সফল সভাপতি সেলিম হায়দারসহ ব্যবসায়ীগন, সর্বস্তরের জনসাধারণ, সুধীমন্ডলী প্রমুখ উপস্থিত ছিলেন।
বাদাঘাট বাজার বনিক সমিতির সভাপতি সেলিম হায়দার ও সাধারণ সম্পাদক মাসুক মিয়া জানান,সিসি ক্যামেরা উপজেলার বৃহত্তর এই বাজারের জন্য খুবেই গুরুত্বপূর্ণ ছিল। সকল ব্যবসায়ীদের দাবী ছিল তা আজ উদ্বোধন করা হয়েছে এতে করে বাজারের সকল ব্যবসায়ীদের দাবী পুরন হয়েছে। এবং তাদের দোকানের নিরাপত্তাসহ আগতদের নিরাপত্তায় নজরদারী করা সহজ হবে। এবং কোনো অপ্রতিকর ঘটনা ঘটলে তা সহজে জানা যাবে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন,বাদাঘাটবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী বাস্তবায়িত হওয়ায় মহান সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জনদাবী বাস্তবায়নে আন্তরিক সহযোগিতার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, উপজলা পরিষদের সকল সন্মানিত ভাইস চেয়ারম্যান ও সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগনকে অফুরন্ত ধন্যবাদ শুভেচ্ছা জানাই।
বিষয়: #তাহিরপুর #বাণিজ্যিক #বৃহত্তর