শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
বুধবার ● ৩ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » খেলা » ব্যর্থতার দিনে আইসিসি থেকে সুখবর পেলেন জ্যোতি
প্রথম পাতা » খেলা » ব্যর্থতার দিনে আইসিসি থেকে সুখবর পেলেন জ্যোতি
১০২ বার পঠিত
বুধবার ● ৩ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্যর্থতার দিনে আইসিসি থেকে সুখবর পেলেন জ্যোতি

ব্যর্থতার দিনে আইসিসি থেকে সুখবর পেলেন জ্যোতিএক ম্যাচ বাকি থাকতে অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজ খুইয়ে বসেছে বাংলাদেশ নারী দল। দুই ম্যাচের একটিতেও ন্যূনতম প্রতিরোধটুকু গড়তে পারেনি বাংলাদেশের মেয়েরা। তবে দলের এমন ভরাডুবির মধ্যেও আইসিসি থেকে সুখবর পেলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

ব্যক্তিগত পারফরম্যান্সে আলো কেড়েছেন নিগার সুলতানা জ্যোতি। তাতে মেয়েদের টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশ অধিনায়কের।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১০ উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। যেখানে আগে ব্যাট করে ১২৬ রান করেছিল স্বাগতিকরা। এই ম্যাচে ৬৪ বলে ৭ চারের সাহায্যে ৬৩ রানের অপরাজিত ইনিংস খেলেন জ্যোতি। এমন ইনিংসের পর তিন ধাপ এগিয়ে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন তিনি।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন পেসার মারুফা আক্তার। তিনি ৭ ধাপ এগিয়ে ৩৪ নম্বরে অবস্থান করছেন।

বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৬৫ রানের অপরাজিত ইনিংস খেলে ৩ ধাপ এগিয়েছেন হিলি। তার অবস্থান এখন ৭ নম্বরে। আর ৫৫ রান করা মুনি আগের মতোই শীর্ষস্থান ধরে রেখেছেন।

বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ইংলিশ তারকা সোফি এক্লেস্টোন। আর নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টি-টোয়েন্টিতে ৫ উইকেট নিয়ে ৯ ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে এসেছেন চার্লি ডিন। আর অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ক্যারিবীয় তারকা হেইলি ম্যাথিউস।



বিষয়: #  #  #


আর্কাইভ