শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
সোমবার ● ১ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » নারী ও শিশু » হবিগঞ্জের বানিয়াচং থেকে তিন শিশু পুত্রসহ চরমোনাই গিয়ে ইসলাম ধর্ম গ্রহন করলেন এক পিতা।।
প্রথম পাতা » নারী ও শিশু » হবিগঞ্জের বানিয়াচং থেকে তিন শিশু পুত্রসহ চরমোনাই গিয়ে ইসলাম ধর্ম গ্রহন করলেন এক পিতা।।
৮২ বার পঠিত
সোমবার ● ১ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হবিগঞ্জের বানিয়াচং থেকে তিন শিশু পুত্রসহ চরমোনাই গিয়ে ইসলাম ধর্ম গ্রহন করলেন এক পিতা।।

হবিগঞ্জের বানিয়াচং থেকে তিন শিশু পুত্রসহ চরমোনাই গিয়ে ইসলাম ধর্ম গ্রহন করলেন এক পিতা।।

আকিকুর রহমান রুমন:-
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা সদরের ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের চান পাড়া মহল্লার বাসিন্দা সম্ভু দাস(৪০)তার ৩ সন্তানকে নিয়ে ইসলাম ধর্ম গ্রহন করার খবর পাওয়া গেছে।
জানাযায়, ২৯ মার্চ শুক্রবার সম্ভু দাস তার ৩ শিশু পুত্র অয়ন,অবাক ও পরান দাসকে নিয়ে চরমোনাই চলে যান।
এবং সেখানে গিয়ে তাদের নিজ ইচ্ছায় নিজেদের ধর্ম ত্যাগ করেন। এবং চরমোনাই পীর শায়েখ রহমান এর হাতে হাত রেখে ৩ পুত্র সন্তানসহ তারা ৪জন ইসলাম ধর্ম গ্রহন করেন।
এসময় তাদের নাম পরিবর্তন করে ইসলাম ধর্মের মুসলমান হিসাবে নাম রাখা হয়।
পূর্বের নাম সম্ভু দাস এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে মোঃ আব্দু রহমান।
এছাড়াও তার বড় পুত্র অয়ন দাস এর নাম পরিবর্তন করে মোঃ আবু বক্কর,মেজো পুত্র অবাক দাস এর নাম পরিবর্তন করে মোঃ উসমান ও ছোট্ট পুত্র পরান দাস এর নাম পরিবর্তন করে মোঃওমর রাখা হয়েছে।
বর্তমানে আব্দু রহমান তার ৩ পুত্রদের নিয়ে চরমোনাই অবস্থান করছেন।
এছাড়াও তার সন্তানদের সেখানের মাদ্রাসায় ভর্তী করে লেখা পড়া করাবেন বলে জানিয়েছেন।
এমনকি তিনিও সেখানে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে এই ঘটনা শুনার পর তার স্রী নাকি স্বামী সম্ভু দাস এর উপর ৪টি মামলা করেছেন।
এই বিষয়টিও জানিয়েছেন আব্দু রহমান।

এদিকে নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করায় সেখানের উপস্থিত মুসলিম উম্মত সহ দেশ বিদেশের হাজার হাজার ভাই,বোনেরা ওদের জন্য দোয়া ও সহযোগীতা করার আশ্বাস প্রদান করে যাচ্ছেন।এমনকি বর্তমানেও চরমোনাই থেকে ওদেরকে নগদ আর্থিক সহযোগীতাসহ অন্যান্য সহযোগীতা করে যাচ্ছেন অনেকেই।



বিষয়: #  #


আর্কাইভ