শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
সোমবার ● ১ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুনামগঞ্জের জগন্নাথপুর থানা-পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি সহ গ্রেফতার-৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুনামগঞ্জের জগন্নাথপুর থানা-পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি সহ গ্রেফতার-৪
৯১ বার পঠিত
সোমবার ● ১ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা-পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি সহ গ্রেফতার-৪

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা-পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি সহ গ্রেফতার-৪ওয়াহিদুর রহমান,বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জঃ-সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলার বিভিন্ন অঞ্চলে বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত চার পলাতক আসামিকে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা-পুলিশ।

গ্রেফতারকৃতদের ৩০(মার্চ)শনিবার সুনামগঞ্জ জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ মারফতে জানাযায়,২৯(মার্চ)শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার পুলিশ পরির্দশক আমিনুল ইসলামের দিক-নির্দেশনায় থানার উপ-পুলিশ পরির্দশক জিয়া উদ্দিন,উপ-পুলিশ পরির্দশক মিজানুর রহমান ও উপ-সহকারি পরিদর্শক নূরে আলম সিদ্দিকের নেতৃত্বে পুলিশদল রাতব্যাপী জগন্নাথপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত তিনজনসহ ৪ পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

গ্রেফতারকৃতরা- উপজেলার পাইলাগাঁও ইউনিয়নের বড় কাতিয়া গ্রামের শরিয়ত উল্লা(শাহাদাৎ উল্লাহর)পু্ত্র দুইটি চেক ডিজঅনার মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শানুর মিয়া(৩৮),সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া গ্রামের ইয়াদ উল্লার পু্ত্র মারামারি মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সিতাই মিয়া(৫৫),মাদক দ্রব্য মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি পাইলগাঁও ইউনিয়নের হাড়গাঁও গ্রামের মৃতঃছৈদ আলীর পু্ত্র হোসাইন আহমদ(৩৫) ও উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের আছাব মিয়ার পু্ত্র বিদ্যুৎ সিআর-১৭৩/২১ এর পলাতক আসামি মোঃ আকাল মিয়া।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার পুলিশ পরির্দশক আমিনুল ইসলাম বলেন,আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক ছিল।উপজেলার বিভিন্ন এলাকায় একাধিকবার অভিযান চালিয়ে পলাতক আসামিদের গ্রেফতার করা হয়।শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।##



বিষয়: #  #


আর্কাইভ