শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
বুধবার ● ২৭ মার্চ ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার শিক্ষক নিহত।।
প্রথম পাতা » প্রধান সংবাদ » সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার শিক্ষক নিহত।।
১০০ বার পঠিত
বুধবার ● ২৭ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার শিক্ষক নিহত।।

সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার শিক্ষক নিহত।।ওয়াহিদুর রহনান,বিশেষ প্রতিনিধিঃ-সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আবব্দুল ওয়াদুদ(৪৫) নামের এক মাদ্রাসা শিক্ষক মারা গেছেন।তিনি জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া দারুচ্ছুন্নাহ হাফিজিয়া আলিম মাদ্রাসার ইবতেদায়ি বিভাগের প্রধানের দায়ীত্বে কর্মরত ছিলেন।
ঘটনাটি ঘটেছে ২৫(মার্চ)সোমবার বিকেলে জগন্নাথপুর ও সিলেট আঞ্চলিক মহা-সড়কের কালীগঞ্জ নামক এলাকায়।
পুলিশ ও পারিবারিক মারফতে জানাগেছে,২৫ মার্চ সোমবার শিক্ষক আবদুল ওয়াদুদ কাজে সিলেট যান।ওইদিন বিকেলে কাজ শেষ সিলেট থেকে সিএনজি(অটোরিকশা)যোগে নিজ বাড়ি জগন্নাথপুরে ফিরছিলেন।পথিমধ্যে কালীগঞ্জ নামক এলাকায় সিএনজি (অটোরিকশা)একটি গাড়ি কে পাস দিতে গিয়ে সড়কের পাশে থাকা গাছে আঘাত লাগে এতে শিক্ষক মাথায় প্রচন্ড আঘাত পান।
এ-সময় পথচারীদের সহযোগীতায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
মাদ্রাসার অধ্যক্ষ তাজুল ইসলাম জানান, উপজেলার বাউধরন গ্রামের বাসিন্দা ওই শিক্ষক বিগত ২৫ বছর যাবত উক্ত মাদ্রাসায় শিক্ষকতা করে আসছেন।তিনি স্ত্রী ও এক মেয়ে, চার ছেলে রেখে গেছেন।
জগন্নাথপুর থানার পুলিশ পরির্দশক আমিনুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের পর পরিবারের নিকট হস্তান্তর করা হবে।



বিষয়: #  #  #  #  #


আর্কাইভ