শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
বুধবার ● ২৭ মার্চ ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ডাকাতির অভিযোগে হবিগঞ্জে গণ-পিটুনিতে একজনের মৃত্যু
প্রথম পাতা » প্রধান সংবাদ » ডাকাতির অভিযোগে হবিগঞ্জে গণ-পিটুনিতে একজনের মৃত্যু
৫৫ বার পঠিত
বুধবার ● ২৭ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডাকাতির অভিযোগে হবিগঞ্জে গণ-পিটুনিতে একজনের মৃত্যু

ডাকাতির অভিযোগে হবিগঞ্জে গণ-পিটুনিতে একজনের মৃত্যুহবিগঞ্জের লাখাইয়ে ডাকাতির অভিযোগে গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) মধ্যরাতে উপজেলার মাদনা রোডের জন্দ্রনিয়া ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। নিহত হিরাজ মিয়া সদর উপজেলার ধল গ্রামের বাসিন্দা।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে কয়েকজন ডাকাত মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন থামিয়ে ডাকাতি করছিল। এ সময় মাদনা, বেগুনাই, বলাকান্দি গ্রামবাসী ডাকাত দলের সর্দার হিরাজ মিয়া ও মস্তু মিয়াকে আটক করে গণপিটুনি দেয়। আর বাকি সদস্যরা পালিয়ে যায়।

ওসি আরও জানান, হিরাজ মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আটক অপর ডাকাত মস্তু মিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

নিহত হিরাজ মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি ডাকাতির মামলা রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।



বিষয়: #  #  #  #  #  #  #


আর্কাইভ