শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

Somoy Channel
সোমবার ● ৬ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » খেলা » বিশ্বকাপে তানজিম সাকিবের অভিষেক
প্রথম পাতা » খেলা » বিশ্বকাপে তানজিম সাকিবের অভিষেক
৮৬ বার পঠিত
সোমবার ● ৬ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বকাপে তানজিম সাকিবের অভিষেক

বিশ্বকাপে তানজিম সাকিবের অভিষেকবিশ্বকাপ আসরে বাংলাদেশ দলের টানা ব্যর্থতার পরও সুযোগ মেলেনি তানজিম সাকিবের। শ্রীলঙ্কার বিপক্ষে মান বাঁচানোর ম্যাচে এবার একাদশে আনা পরিবর্তন মুস্তাফিজুর রহমানের জায়গায় সুযোগ পেয়েছেন তরুণ এই। এতে করেই প্রথমবার বাংলাদেশের জার্সিতে বিশ্বকাপ ম্যাচে খেলতে যাচ্ছেন তানজিম সাকিব।

পেসার এবাদত হোসেনের পরিবর্তে জাতীয় দলের দরজা খুলে গিয়েছিল তার। এশিয়া কাপে নিজের অভিষেক ম্যাচে নিজের বোলিং সামর্থ্যের জানানও দিয়েছিলেন তিনি। ওই এক ম্যাচেই বিশ্বকাপের দরজা খুলে যায় তার জন্য।

তবে বিশ্বকাপে এসে তানজিমের অপেক্ষার প্রহর কেবলই দীর্ঘায়িত হয়েছে। দলের ১৫ জনের মধ্যে ১৪ জনই অন্তত ১ ম্যাচে সুযোগ পেয়েছেন। বাকি ছিলেম কেবল এই জুনিয়র সাকিব। কিন্তু সোমবার এসে সেই খরা কাটলো। মুস্তাফিজুর রহমানের বদলে এবার দলে এলেন তানজিম।

অভিষেকের পর থেকে মাঝে লম্বা এক পথ পাড়ি দিয়ে ফেলেছেন তানজিম সাকিব। ফেসবুকে তার দেওয়া পুরাতন সব স্ট্যাটাসের জেরে ব্যাপক পরিমাণ বিতর্কের শিকার হয়েছিলেন তিনি। যদিও সেসবের পর বিশ্বকাপ যাত্রা ঠেকেনি তার। এমনকি ঘরের মাঠেও ব্যাপক পরিমাণ সমর্থন পেয়েছিলেন দর্শকদের কাছ থেকে।

দেশের হয়ে অবশ্য বিশ্বকাপে প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা একেবারেই প্রথম না সাকিবের। বয়সভিত্তিক বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশ ছিলেন এই পেসার। এবার নিজেকে বড় মঞ্চে প্রমাণের সুযোগ পাচ্ছেন তানজিম সাকিব।

এদিন অবশ্য ওপেনিং জুটিতেও পরিবর্তনের কথা ভেবেছিল বাংলাদেশ দল। তানজিদ হাসান তামিমকে না খেলানোর গুঞ্জন উঠেছল। তবে আজ সকালে সেটা পরিবর্তন করা হয়েছে। তাই আরেকবার নিজের অবস্থান প্রমাণের সুযোগ পাচ্ছেন তানজিদ তামিম।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ: কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), কুশল পেরেরা, পাথুম নিশাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, মাহিশ থিকশানা, কাসুন রাজিথা, দুশমন্থ চামিরা, দিলশান মাদুশঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস।



বিষয়: #  #  #  #


আর্কাইভ