শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
বৃহস্পতিবার ● ২১ মার্চ ২০২৪
প্রথম পাতা » বিশেষ সংবাদ » পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা
প্রথম পাতা » বিশেষ সংবাদ » পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা
৫৭ বার পঠিত
বৃহস্পতিবার ● ২১ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনাসদ্য সমাপ্ত রাশিয়ার নির্বাচনে পুনরায় প্রেসিডেন্টট হওয়ায় ভ্লাদিমির পুতিনকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২১ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ৯৯ শতাংশ ভোটকেন্দ্রের গণনা শেষে পুতিন ৮৭ দশমিক ৩৩ শতাংশ ভোট পেয়েছেন। এটি তার রেকর্ড বিজয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, রুশ কমিউনিস্ট পার্টির প্রার্থী নিকোলাই খারিতনভ পেয়েছেন মাত্র ৪ শতাংশের সামান্য বেশি ভোট।

এর আগে, টানা তিন দিন ধরে দেশটিতে ভোটগ্রহণ চলে।

১৮ মার্চ (সোমবার) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে এর মাধ্যমে পুতিনের আরও ৬ বছরের জন্য ক্ষমতায় থাকা নিশ্চিত হলো।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সদ্যসমাপ্ত নির্বাচনে বিশাল জয়ের মাধ্যমে নিজের ক্ষমতাকে আরও পোক্ত করেছেন। যদিও এই নির্বাচন গণতান্ত্রিক বৈধতার সংকটের কারণে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে।

নির্বাচন-পরবর্তী এক সংবাদ সম্মেলনে পুতিন পশ্চিমা বিশ্বকে উপেক্ষা করার এবং ইউক্রেন আক্রমণ করার সিদ্ধান্তের প্রতিফলন হিসাবে এই ফলাফলটি তুলে ধরেন।

২০৩০ পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন পুতিন। নতুন এই মেয়াদ শেষ হলে রাশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে প্রেসিডেন্ট থাকার নজির গড়বেন তিনি। টপকে যাবেন জোসেফ স্ট্যালিনকে। ২৯ বছর ক্ষমতায় ছিলেন তিনি।



বিষয়: #  #  #  #  #


আর্কাইভ