রবিবার ● ১৭ মার্চ ২০২৪
প্রথম পাতা » রাজশাহী » জয়পুরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালিত
জয়পুরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালিত
মোফাজ্জল হোসেন, জয়পুরহাট:
জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। জন্মদিবস উপলক্ষে রবিবার সকাল ৮টায় শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম বিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল সহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা ইউনিটসহ সরকারি বেসরকারী দপ্তর ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনসমূহ। এর পর দুপুরে কেন্দ্রীয় মসজিদ সহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত/প্রর্থনা করা হয়।
বঙ্গবন্ধুর জীবনী ও মহান মুক্তিযুদ্ধভিত্তিক ডকুমেন্টারি প্রদর্শনী এবং বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদুল আলম বেনু। এসময় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
বিষয়: #জন্মবার্ষিকী #জয়পুরহাট #বঙ্গবন্ধু #মুজিবুর #শেখ