শনিবার ● ১৬ মার্চ ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » নতুন গন্তব্যে জলদস্যুর কবলে পড়া বাংলাদেশি জাহাজ
নতুন গন্তব্যে জলদস্যুর কবলে পড়া বাংলাদেশি জাহাজ
সোমালিয়ার উপকূলে নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ২৩ নাবিকসহ জিম্মি বাংলাদেশি জাহাজটিকে কাছাকাছি আরেক এলাকায় জলদস্যুরা সরিয়ে নিয়েছে বলে জানা গেছে। তবে জাহাজটির নতুন গন্তব্য কোথায় তা জানা যায়নি।
১৫ মার্চ, শুক্রবার বেলা তিনটায় এ বিষয়ে নিশ্চিত হয়েছে মালিকপক্ষ।
জাহাজটির মালিকপক্ষ কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, আমরা নিশ্চিত হয়েছি, জাহাজটি সোমালিয়া উপকূলে অন্যত্র সরিয়ে নিয়েছে। তবে নাবিকেরা সুস্থ আছে।
তিনি আরো বলেন, জলদস্যুরা এখনো যোগাযোগ করেনি। তবে আমরা বসে নেই। আলোচনার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছি। আন্তর্জাতিক মধ্যস্থতাকারী সংগঠনগুলোর সঙ্গেও যোগাযোগ হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে লন্ডন ও কুয়ালালামপুর ভিত্তিক জলদস্যুতা পর্যবেক্ষণকারী সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরো (আইএমবি) থেকে তথ্য নিয়ে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন জানিয়েছিল যে, জাহাজটি সোমালিয়ার উপকূল থেকে ২০ নটিক্যাল মাইল (১ নটিক্যাল মাইল সমান ১ দশমিক ৮৫২ কিলোমিটার) দূরে গ্যারাকাদ সংলগ্ন এলাকায় নোঙর করা হয়েছে। তারপর আবারো সেখান থেকে সরিয়ে জাহাজটি সোমালিয়ার উপকূল থেকে সাত নটিক্যাল মাইল দূরে নোঙর করে।
বিষয়: #গন্তব্যে #জলদস্যু #জাহাজ #নতুন #বাংলাদেশি