শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
বৃহস্পতিবার ● ১৪ মার্চ ২০২৪
প্রথম পাতা » সাহিত্য রম্যগল্প » পিন নাম্বার
প্রথম পাতা » সাহিত্য রম্যগল্প » পিন নাম্বার
৬৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৪ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পিন নাম্বার

পিন নাম্বারব্যাংকে পিন নাম্বারে টাকা তুলতে গিয়েছিলাম!
ডেস্কের সুন্দরী ম্যাডাম বললেন,
আমার কাছে ফোন দেন আমি লিখে দিচ্ছি।
আমি হাসি মুখে ফোনখানা এগিয়ে দিলাম,
পিন নাম্বার তুলার জন্য সেটাই আমার জন্য কাল হয়ে দাঁড়াইছে।
মাত্র দুইটা সংখ্যা তুলছে তখনি মেসেঞ্জারে মেসেজ আসছে একদম ফোনের স্ক্রিনের সামনে,
বাবু তুমি খেয়ে নিও। তুমি না খেলে আমার পেটে ভাত হজম হয় না।
সুন্দরী ম্যাডামটা মেসেজ দেখে মুচকি হেসে বললেন, প্রেমিকা খুব ভালোবাসে দেখা যাচ্ছে।
একটু পরে আরেকটা আইডি থেকে মেসেজ,
জান তুমি তাড়াতাড়ি অনলাইনে আসো আমি তোমাকে মিস করতেছি।
এবার ম্যাডাম চোখ ত্যাড়া করে বললেন,
বাহ দুইজন প্রেমিকা।
৬টা সংখ্যা লিখা শেষ হতেই আরেকটা মেসেজ,
বাবু আমার দম বন্ধ লাগছে তাড়াতাড়ি এসে চুমু দিয়ে অক্সিজেন দাও।
এই মেসেজ দেখে মন চাইছিল ধরে পিডাই,
এত ভালোবাসা দিতে কে বলছে?
ক্যান যে ডাটা অফ করলাম না।
ম্যাডাম এবার রাগি রাগি চেহারা বানিয়ে বললেন, প্রেমিকাদের গোডাউন খুলে বসেছেন।
পিন নাম্বার লিখে ফর্ম ফিলাপ করে হাতে ধরিয়ে বললো, নাম্বারটা দিয়ে যান।
দেখতে হবে কিভাবে এতো মেয়ে পটাইছেন!
ম্যাডামকে নাম্বার দিয়ে চলে আসছি,
রাতে ফোনও দিছেন। প্রায় ঘন্টা তিনেক গল্প করার পর,
ম্যাডামও বলতে শুরু করলেন তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছি।
তোমারে ছাড়া নিঃশ্বাস বন্ধ বন্ধ লাগছে..!
সব মুসিবত কেনো যে আমার উপর এসে পরে,
এর কারণ খুঁজে পাই না..!

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজ থেকে সংগৃহীত



বিষয়: #  #


আর্কাইভ