বৃহস্পতিবার ● ১৪ মার্চ ২০২৪
প্রথম পাতা » অনুপ্রেরণা (গল্প) » গল্প মধ্যবিত্ত_সংসার
গল্প মধ্যবিত্ত_সংসার
ক্লান্ত শরীরে বাড়ি ফিরছি।পকেটে ৮ টাকা।হাতে এক কেজি চাল,এক পোয়া ডাল,৫ টাকার তেল।
মাথাভর্তি টেনশন।মাসের শেষ।বেতন পাওয়ার এখনো ৬ দিন বাকি।কিভাবে সংসার চালাবো?ঘরে নব্য বিবাহিত স্ত্রী।কি খাওয়াবো তাকে?দোকানী বাকি দিবেনা,আগে থেকেই অনেক বাকি পড়ে আছে।
চিন্তায় চোখের সামনে সবটা অন্ধকার হয়ে আসছে।রাস্তার কাজ চলছে,কিসের সাথে যেন পা আটকালো।হুমড়ি খেয়ে রাস্তার উপর পড়ে গেলাম।
পলিথিন ছিঁড়ে চাল,ডাল সব বালুর সাথে মিশে একাকার হয়ে গেলো।ভিষণ হাসি পাচ্ছে,ভাগ্যর উপর কিছুক্ষণ হাসাহাসি করে আবার হাঁটা ধরলাম।
পথশিশুর আকুতি, ” ভাইজান,গোলাপ নিবেন? ”
” দাম কত? ”
” ১০ টাকা ”
পকেট থেকে কয়েনগুলো বেড় করে গুনে দেখি ৮ টাকা আছে।বললাম
” ৮ টাকা আছে।চলবে? ”
মেয়েটা হেসে বললো ” আজ পোরপোস ডে।রাত হইছে,আপনের জন্য ২ টাকা ছাড় ”
মেয়েটার কথায় হাসলাম।প্রকৃতি,দারিদ্র্য আমায় ছাড় দিলো না সেখানে পুচকি মেয়েটা আমায় দুইটাকা ছাড় দিচ্ছে!
গোলাপ হাতে ঘরে ফিরলাম।স্ত্রীর চোখমুখ চকচক করে উঠলো।বললো ” আপনি আমার জন্য গোলাপ আনছেন! ”
গোলাপটা স্ত্রীর কানে গুঁজে দিলাম।লক্ষ্য করলাম স্ত্রী চোখের জল লুকাতে ব্যস্ত।পরীর মতো দেখতে মেয়েটা কি দেখে যে আমায় বিয়ে করলো কে জানে!
শুতে গিয়ে স্ত্রী আমার বু”কে মাথা রেখে বললো ” মন খারাপ করিয়েন না তো।সবসময় তো এমন থাকবে না।একদিন সব ঠিক হবে,আমাদের অনেক টাকা হবে।সুদিন আসবেই ”
হেসে বললাম ” তোমার মতো দায়িত্বশীল,বুঝদার মেয়ে পেয়েছি,এর থেকেও সুদিন আর কি হতে পারে? ”
লেখক জয়ন্ত_কুমার_জয়
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজ থেকে সংগৃহীত
বিষয়: #গল্প #মধ্যবিত্ত #সংসার