শুক্রবার ● ৮ মার্চ ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সড়কে এক নারীর জীবন বাঁচাতে গিয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
সড়কে এক নারীর জীবন বাঁচাতে গিয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধি::
সড়কে এক নারীর জীবন বাঁচাতে গিয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় রওশন আলী (৩০) এক যুবকের মৃত্যু হয়েছে। একেই ঘটনায় অপর বন্ধুকে গুরুত্বতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (৮ মার্চ ) দুপুরে সুনামগঞ্জের দোয়ারা বাজারের টেবলাই সড়কের মুতির দোকান পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রওশন আলী উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামের মিরন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,রওশন আলী ও তার আরেকজন বন্ধু মিলে মোটর সাইকেলে করে জেলার দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর থেকে তাহিরপুর উপজেলার শিমুল বাগান ঘুরতে বের হন। যাওয়ার পথে উপজেলার টেবলাই মুতির দোকান পয়েন্টে পথচারী এক নারীকে বাঁচাতে গিয়ে মোটর সাইকেল গাছের সাথে ধাক্কায় ঘটনাস্থলেই রওশন আলী মারা যান। এ ঘটনায় গুরুতর আহত তার বন্ধুকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্মরত চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এই ঘটনায় নিহতের পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দোয়ারা বাজার থানার ওসি বদরুল হাসান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাজে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
বিষয়: #দুর্ঘটনা #মৃত্যু #মোটর #যুবক #সাইকেল