মঙ্গলবার ● ৫ মার্চ ২০২৪
প্রথম পাতা » নারী ও শিশু » সুনামগঞ্জের জগন্নাথপুরে চারমাস পর অবুঝ সন্তানকে ফিরে পেলেন এক মা।।
সুনামগঞ্জের জগন্নাথপুরে চারমাস পর অবুঝ সন্তানকে ফিরে পেলেন এক মা।।
ওয়াহিদুর রহমান বিশেষ প্রতিনিধি ::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে আটকে রাখার চার মাস পর পাঁচ বছরের কন্যা সন্তানকে আদালতের নির্দেশে ফিরে পেয়েছেন এক মা।
৩(মার্চ)রোববার দুপুরে সুনামগঞ্জের বিজ্ঞ আদালতের আদেশের মাধ্যমে জগন্নাথপুর থানা-পুলিশ কন্যা সন্তানটিকে উদ্ধার করে তার মায়ের কাছে হস্তান্তর করেছে।
মামলা ও পুলিশ মারফতে জানাগেছে, বিগত ছয় বছর পূর্বে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের জয়নগর গ্রামের ঈসা খানের সঙ্গে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর ইউনিয়নের হরিনগর গ্রামের শিপা বেগমের বিয়ে হয়।এই দম্পতির পাঁচ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
দীর্ঘদিন যাবত শিপা বেগমকে তাঁর স্বামী ঈসা খান শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করে আসছে।
গেলবছর ২৯ অক্টোবর শিপা বেগমকে স্বামী মারধর করলে নিরুপায় হয়ে আদালতের শরণাপন্ন হন।৩১ অক্টোবর স্বামী ঈসা খানের নামে আদালতের মাধ্যমে সমন জারি করান শিপা বেগম।এতে আরও ক্ষিপ্ত হয়ে শিপা বেগমের স্বামীর বাড়ির লোকজন একমাত্র সন্তানকে মায়ের কাছ থেকে আলাদা করে দেয় এবং তাকে আটকে রাখে।এমনকি মায়ের সঙ্গে সন্তানের দেখাও করতে দেওয়া হয়নি।
এ বিষয়ে শিপা বেগম জানান,আমার অবুঝ বাচ্চাটাকে আটকে রাখার সাড়ে তিন মাস পর গত ১৬ ফেব্রুয়ারি তাঁর স্বামীর বাড়িতে মেয়েকে দেখতে যান তিনি। কিন্তু সে সময় স্বামীর বাড়ির লোকজন মেয়েকে লুকিয়ে রেখে অকথ্য ভাষায় গাল-মন্দ করে তাঁকে তাড়িয়ে দেন।পরে তিনি ২৯ ফেব্রুয়ারি সুনামগঞ্জ আদালতে মেয়েকে ফিরে পাওয়ার জন্য আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে চার মাস পর ৩(মার্চ)রোববার তিনি তাঁর কন্যা সন্তানকে ফিরে পেয়েছেন।
এ-ব্যাপরে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম বলেন,বিজ্ঞ-আদালতের নির্দেশে আমরা শিশুটিকে তার বাবার বাড়ি থেকে উদ্ধার করে মায়ের কাছে হস্তান্তর করেছি।##
বিষয়: #অবুঝ #জগন্নাথপুর #সন্তান #সুনামগঞ্জ