শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
বুধবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » নবীগঞ্জে সহপাঠিদের উপুর্যুপরি চুরি আঘাতে কলেজ ছাত্র তাহসিন নিহত! শহর জুড়ে আতংক
প্রথম পাতা » প্রধান সংবাদ » নবীগঞ্জে সহপাঠিদের উপুর্যুপরি চুরি আঘাতে কলেজ ছাত্র তাহসিন নিহত! শহর জুড়ে আতংক
৩১৭ বার পঠিত
বুধবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবীগঞ্জে সহপাঠিদের উপুর্যুপরি চুরি আঘাতে কলেজ ছাত্র তাহসিন নিহত! শহর জুড়ে আতংক

বুলবুল আহমেদ, নবীগঞ্জ, হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জের নবীগঞ্জে সহপাঠিদের ছুরিকাঘাতে রাইসুল হক তাহসিন (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় শহরজুড়ে আতংক বিরাজ করছে। পুলিশ প্রাথমিক ভাবে ৫ জনের নাম সনাক্ত সহ ঘটনার কারন উদঘাটন করেছে। বন্ধুদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে নবীগঞ্জ শহরের ওসমানী রোডের চৌদ্দহাজারী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত সৈয়দ রাইসুল হক তাহসিন (১৯) নবীগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ও বানিয়াচং উপজেলার কালাইনজুড়া গ্রামের বাসিন্দা এবং নবীগঞ্জ শহরের শেরপুর রোডের রাজন ওয়ার্কশপের সত্ত্বাধিকারী রাজন মিয়ার পুত্র।
নবীগঞ্জে সহপাঠিদের উপুর্যুপরি চুরি আঘাতে কলেজ ছাত্র তাহসিন নিহত! শহর জুড়ে আতংক
পুলিশ সূত্রে জানায়, রাতে নবীগঞ্জ শহরের ওসমানী রোডের চৌদ্দহাজারী মার্কেটের সামনে পূর্ব বিরোধের জের ধরে সৈয়দ রাইসুল হক তাহসিনের উপর হামলা চালায় তারই সহপাঠি মান্না, জুয়েল, শাফি, অলি, লিমনসহ ৭/৮ জন। এক পর্যায়ে তাহসিনকে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে গুরুতর আহত অবস্থায় তাহসিনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার বেগিতক দেখে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অ্যাম্বুলেন্স যোগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তাহসিন মারা যায়। এ মৃত্যুর ঘটনার খবর চতুর দিকে ছড়িয়ে পড়লে যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তীব্র নিন্দার ঝড় বইছে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাসুক আলী নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার সাথে জড়িত ৫ থেকে ৭ জনের নাম সনাক্ত করা হয়েছে। এ ঘটনায় নবীগঞ্জ শহর জুড়ে আতংক বিরাজ করছে। এমন কি এ ন্যাক্কার জনক ঘটনায় দেশ- বিদেশে চলছে চুলছেড়া বিশ্লেষণ। তবে, এখন পর্যন্ত কোন ঘাতককে পুলিশ ধরতে পারেনি।



বিষয়: #  #  #  #  #  #  #  #  #  #  #  #


আর্কাইভ