শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
মঙ্গলবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » প্রবাসে বাংলাদেশ » জার্মানির নতুন নাগরিকত্ব আইনে যা আছে
প্রথম পাতা » প্রবাসে বাংলাদেশ » জার্মানির নতুন নাগরিকত্ব আইনে যা আছে
৮৫ বার পঠিত
মঙ্গলবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জার্মানির নতুন নাগরিকত্ব আইনে যা আছে

জার্মানির নতুন নাগরিকত্ব আইনে যা আছেবিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টগুলোর একটি জার্মান পাসপোর্ট৷ দেশটিতে নতুন নাগরিকত্ব আইন পাস হয়েছে৷ এর ফলে জার্মানিতে বসবাস করা ব্যক্তিদের জন্য জার্মান পাসপোর্ট পাওয়ার পথ আরো সহজ হতে যাচ্ছে৷ নতুন আইনে কী কী পরিবর্তন আসছে, তাতে কী সুবিধা পাওয়া যাবে, সেখানে দৃষ্টি দিয়েছে ইনফোমাইগ্রেন্টস৷

সম্প্রতি জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্ডেসটাগের আইনপ্রণেতাদের ভোটে আইনটি পাস হয়েছে৷

দক্ষ কর্মীর অভাবে ভুগছে জার্মানি৷ সরকার বলছে, এই আইন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিভাবান ব্যক্তিদের কাছে জার্মানিকে আকর্ষণীয় করে তুলবে৷

পাঁচ বছরে মিলবে পাসপোর্ট
আইনটিতে সবচেয়ে বড় পরিবর্তন হল সময়সীমা৷ এর আগে জার্মানিতে আট বছর অবস্থানের পরই কেবল বিদেশিরা জার্মান পাসপোর্টের জন্য আবেদন করতে পারতেন৷ তবে সমাজে একীভূত হওয়ার প্রমাণ সাপেক্ষে ছয় বছর থাকার পর নাগরিকত্বের আবেদন করতে পারতেন বিদেশিরা৷

এখন তা কমিয়ে আনা হয়েছে পাঁচ বছরে৷ এমনকি আবেদনকারীরা যদি খুব দক্ষতার সঙ্গে জার্মান সমাজে একীভূত হতে পারার প্রমাণ দেখাতে পারেন, তাহলে তিন বছরেই নাগরিকত্ব পাওয়া সম্ভব৷

জার্মানির একত্রীকরণ এবং বর্ণবাদবিরোধী কমিশনার রিম আলাবালি-রাডোফান বলেন, ‘‘জার্মানি সবসময় অভিবাসনের দেশ এবং আমরা এখন নিশ্চিত করছি, যাতে জার্মানি অভিবাসনের জন্য একটি টেকসই দেশে পরিণত হয়, যে দেশে সবার অংশগ্রহণ এবং সমান সুযোগ নিশ্চিত করার আইন রয়েছে৷’’

জার্মানিতে বসবাসকারীদের প্রায় ১৪ শতাংশ অর্থাৎ ১২ লাখ মানুষে রয়েছে বিদেশি পাসপোর্ট৷ তাদের মধ্যে অর্ধেকের বেশি মানুষ এক দশকেরও বেশি সময় ধরে দেশটিতে বসবাস করছেন৷ জার্মানিতে নাগরিকত্ব অর্জনের হার ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর গড় হিসাবের চেয়ে অনেকটাই কম৷

দ্বৈত নাগরিকত্ব
নতুন এই আইনটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো দ্বৈত নাগরিকত্ব৷ নতুন জার্মান আইনে, বিদেশিরা নিজের দেশের নাগরিকত্ব ধরে রাখতে পারবেন৷ এর আগে, শুধু ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র এবং হাতে গোণা অন্য কয়েকটি দেশের নাগরিকেরাই জার্মানিতে দ্বৈত নাগরিকত্ব রাখতে পারতেন৷

আলাবালি রাডোফান বলেন, ‘‘আমরা অবশেষে লাখো অভিবাসীর জীবনের বাস্তবতাকে স্বীকৃতি দিচ্ছি৷ আমরা প্রত্যেকের জন্য দ্বৈত নাগরিকত্বের সম্ভাবনা তৈরি করছি৷ একজন মানুষের দুটি পাসপোর্ট থাকা ২০২৪ সালে বিশ্বের জন্য খুবই স্বাভাবিক ঘটনা৷ অনেক দেশেই এটি আরো আগে থেকেই হয়ে আসছে৷’’

বলে রাখা ভালো, দ্বৈত নাগরিকত্ব দুই দেশের আইনের ওপর ভিত্তি করে প্রযোজ্য হবে৷ জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ইনফোমাইগ্রেন্টসকে জানিয়েছেন, একজন অভিবাসী তার নাগরিকত্ব ধরে রাখতে পারবেন কি না, তা তার দেশের আইনের ওপরও নির্ভর করবে৷

নবজাতকদের জন্য কমছে সময়সীমা
নাগরিকত্ব আইনের এই সংস্কারটি নবজাতকদের ক্ষেত্রে বিশেষভাবে উপকারী হবে৷ বাবা-মায়ের মধ্যে যেকোনো একজন টানা পাঁচ বছর জার্মানিতে বাস করলে জার্মানিতে জন্ম নেয়া তাদের শিশুও দেশটির নাগরিকত্ব পাবে৷ এতদিন এই সময়সীমা ছিল আট বছর৷

তবে এটাও জেনে রাখা উচিত যে, নাগরিকত্ব কেবল তাদেরই দেয়া হবে, যারা নিজের পাশাপাশি তার ওপর নির্ভরশীলদেরও দায়িত্ব নিতে সক্ষম৷ কিছু ব্যতিক্রম ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই কল্যাণভাতা নেয়া ব্যক্তিরা নাগরিকত্বের আবেদন করতে পারবেন না৷

যাদের আবেদনের অযোগ্য হবেন
আবেদনকারীদের কোনো অপরাধের রেকর্ড থাকলে চলবে না৷ ছোটখাটো অপরাধ আর জরিমানা অবশ্য বিবেচনায় নেয়া হবে না৷ কিন্তু, ইহুদিবিদ্বেষ বা বর্ণবাদের অভিযোগে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত অভিবাসীরা এই সুযোগ বঞ্চিত হবেন৷

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের সন্ত্রাসী হামলার পর জার্মানিতে বেশ কয়েকটি ইহুদিবিদ্বেষমূলক ঘটনা ঘটেছে৷ নাৎসি অতীতের কারণে জার্মানিতে ইহুদিবিদ্বেষ বেশ সংবেদনশীল একটি ইস্যু৷ ইহুদিবিদ্বেষ এখানে কোনোভাবেই বরদাস্ত করা হয় না৷

জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্ডেসটাগে আইনটি পাস করেছে৷ অবশ্য পুরোপুরি আইনে পরিণত হওয়ার আগে পার্লামেন্টের উচ্চকক্ষ বুন্ডেসরাটেও এটি পাস হতে হবে৷ তারপর চূড়ান্ত সইয়ের জন্য পাঠানো হবে প্রেসিডেন্টের কাছে৷ আশা করা হচ্ছে গ্রীষ্মের আগেই শেষ হবে সব আনুষ্ঠানিকতা৷ তারপর এটি কার্যকর হবে৷



বিষয়: #


প্রবাসে বাংলাদেশ এর আরও খবর

সাংবাদিক শর্মিলা মাইতি’র সাথে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতি আড্ডা সাংবাদিক শর্মিলা মাইতি’র সাথে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতি আড্ডা
বৈধভাবে ইতালিতে দক্ষ জনবল পাঠানো হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বৈধভাবে ইতালিতে দক্ষ জনবল পাঠানো হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবীতে লন্ডনে যুদ্ধবিরোধী বিক্ষোভ অব্যাহত ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবীতে লন্ডনে যুদ্ধবিরোধী বিক্ষোভ অব্যাহত
“লন্ডনে শহীদ জননীর জন্মবার্ষিকী অনুষ্ঠান: তিনি বাঙালির হৃদয়ে জ্বেলেছিলেন মুক্তিযুদ্ধের চেতনার শিখা “লন্ডনে শহীদ জননীর জন্মবার্ষিকী অনুষ্ঠান: তিনি বাঙালির হৃদয়ে জ্বেলেছিলেন মুক্তিযুদ্ধের চেতনার শিখা
আলতাব আলী ফাউন্ডেশন প্রবাসী বাঙালিদের অবদানের স্বীকৃতি দাবি করেছে আলতাব আলী ফাউন্ডেশন প্রবাসী বাঙালিদের অবদানের স্বীকৃতি দাবি করেছে
যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
যুক্তরাজ্যে সংবর্ধিত হলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি যুক্তরাজ্যে সংবর্ধিত হলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি
শ্রমিকদের ভিসা সহজ করার জন্য যুক্তরাজ্যর প্রতি আহ্বান প্রবাসী প্রতিমন্ত্রীর শ্রমিকদের ভিসা সহজ করার জন্য যুক্তরাজ্যর প্রতি আহ্বান প্রবাসী প্রতিমন্ত্রীর
ব্রঙ্কসে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির শপথ অনুষ্ঠান। ব্রঙ্কসে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির শপথ অনুষ্ঠান।
যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের মুজিবনগর দিবস পালন। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের মুজিবনগর দিবস পালন।

আর্কাইভ