শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
মঙ্গলবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » বিনোদন » আসছে ধীরেন্দ্রনাথ দত্তকে নিয়ে প্রামাণ্য চলচ্চিত্র
প্রথম পাতা » বিনোদন » আসছে ধীরেন্দ্রনাথ দত্তকে নিয়ে প্রামাণ্য চলচ্চিত্র
৮৫ বার পঠিত
মঙ্গলবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আসছে ধীরেন্দ্রনাথ দত্তকে নিয়ে প্রামাণ্য চলচ্চিত্র

বিনোদন ডেস্ক

আসছে ধীরেন্দ্রনাথ দত্তকে নিয়ে প্রামাণ্য চলচ্চিত্রভাষা আন্দোলনের রূপকার শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের লড়াই ও সংগ্রামের ওপর নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘অবিনশ্বর’ মুক্তি পাবে ২৯ ফেব্রুয়ারি। প্রামাণ্যচিত্রটি গড়াই ফিল্মসের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আসছে ধীরেন্দ্রনাথ দত্তকে নিয়ে প্রামাণ্য চলচ্চিত্র
ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ছিলেন আইনজীবী ও সমাজকর্মী। দেশ বিভাগের আগে ভারতীয় উপমহাদেশের ভারত অংশে এবং পরে পূর্ব পাকিস্তানে রাজনীতিবিদ হিসেবে সক্রিয় ছিলেন তিনি। ১৯৭১ সালের ২৯ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী ও তার দোসররা ধীরেন্দ্রনাথ দত্ত ও তাঁর ছোট ছেলে দিলীপকুমার দত্তকে ধরে নিয়ে যায়। পরে ময়নামতি সেনানিবাসে নিয়ে নির্যাতন করে তাঁদের হত্যা করা হয়।
বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠা ও বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ধীরেন্দ্রনাথ দত্তের অবদান চিরস্মরণীয়।

বিষয়টি এই প্রামাণ্যচিত্রে তুলে ধরা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘অবিনশ্বর’ নির্মাণের মূল উদ্দেশ্য বাংলা ভাষার এই মহান রূপকারকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরা এবং বাংলা ভাষার আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও চেতনাকে পৌঁছে দেওয়া। বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানে ফাখরুল আরেফিন খানের পরিচালনায় ও গড়াই ফিল্মসের প্রযোজনায় এই প্রামাণ্য চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।



বিষয়: #


আর্কাইভ