শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
সোমবার ● ২০ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » আওয়ামী লীগের প্রার্থী হতে চান অপু বিশ্বাস
প্রথম পাতা » প্রধান সংবাদ » আওয়ামী লীগের প্রার্থী হতে চান অপু বিশ্বাস
১০৫ বার পঠিত
সোমবার ● ২০ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আওয়ামী লীগের প্রার্থী হতে চান অপু বিশ্বাস

আওয়ামী লীগের প্রার্থী হতে চান অপু বিশ্বাসঅপু বিশ্বাস বলেন, এবার নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে পরিকল্পনা রয়েছে। আমার কাছে মনে হয় নারীদের তুলে ধরতে একজন নারীই প্রয়োজন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন ঢাকাই শোবিজের চিত্রনায়িকা অপু বিশ্বাস। একাদশ সংসদ নির্বাচনেও তিনি আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন। তবে তাকে মনোনয়ন দেওয়া হয়নি।

শুক্রবার (১৭ নভেম্বর) বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আগ্রহের কথা জানান তিনি।

অপু বিশ্বাস জানান, এবারও নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে পরিকল্পনা রয়েছে তার। আর সুযোগ পেলে নৌকা প্রতীকে নির্বাচনের মাঠে নামবেন তিনি।

অপু বিশ্বাস বলেন, “এবার নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে পরিকল্পনা রয়েছে। আমার কাছে মনে হয় নারীদের তুলে ধরতে একজন নারীই প্রয়োজন। যেমনটা আমাদের প্রধানমন্ত্রী। তিনি সবসময় নারী নেতৃত্বকে সাপোর্ট দেন।”

তিনি আরও বলেন, “অপু বিশ্বাসের জায়গা নারীদের কাছে ভিন্নরকম। বিশেষ করে ব্যক্তিত্ব, সন্তানের মা এবং একজন নারী হিসেবে। তো প্রার্থী হওয়ার সেই সুযোগ যদি আমাকে করে দেয়, তাহলে অবশ্যই আমি নির্বাচন করব।”

দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রার্থী হওয়া নিয়ে এর আগে অনেক তারকার নাম উঠে এসেছে সামাজিকমাধ্যমসহ বিভিন্ন আলোচনায়। চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা মাহিয়া মাহি, অভিনেতা সিদ্দিকুর রহমান এবং ক্রিকেটাঙ্গনের সাকিব আল হাসানের নামও উঠে এসেছে একাধিকবার।



বিষয়: #  #  #


আর্কাইভ