শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

Somoy Channel
সোমবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » বাংলাদেশের গণমাধ্যমের উন্নয়নে কাতারের সহযোগিতার আশ্বাস
প্রথম পাতা » প্রধান সংবাদ » বাংলাদেশের গণমাধ্যমের উন্নয়নে কাতারের সহযোগিতার আশ্বাস
৫৩ বার পঠিত
সোমবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশের গণমাধ্যমের উন্নয়নে কাতারের সহযোগিতার আশ্বাস

বাংলাদেশের গণমাধ্যমের উন্নয়নে কাতারের সহযোগিতার আশ্বাসতুরস্কের ইস্তাম্বুলে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্যদেশগুলোর তথ্যমন্ত্রীদের সম্মেলনের ফাঁকে গতকাল শনিবার বাংলাদেশের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও কাতার মিডিয়া করপোরেশনের প্রধান নির্বাহী শেখ আবদুল আজিজ বিন থানি আল-থানির সাক্ষাৎ হয়

বাংলাদেশের গণমাধ্যমের উন্নয়নে এবং বাংলাদেশে বৈশ্বিক গণমাধ্যম সৃষ্টিতে সহযোগিতা করবে কাতার। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে এ আশ্বাস দিয়েছেন কাতার মিডিয়া করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ আবদুল আজিজ বিন থানি আল-থানি।

গতকাল শনিবার তুরস্কের ইস্তাম্বুলে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্যদেশগুলোর তথ্যমন্ত্রীদের সম্মেলনের ফাঁকে মোহাম্মদ আলী আরাফাত ও শেখ আবদুল আজিজ বিন থানি আল-থানির সাক্ষাৎ হয়। তখন কাতারের পক্ষ থেকে বাংলাদেশকে সহযোগিতার এ আশ্বাস দেওয়া হয়।

সাক্ষাতের সময় আল-জাজিরার মতো বৈশ্বিক গণমাধ্যম তৈরির অভিজ্ঞতার আলোকে কীভাবে বাংলাদেশ ও কাতারের মধ্যে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র গড়ে তোলা যায়, তা নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন প্রতিমন্ত্রী ও কাতারের মিডিয়া করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা।

এ সময় গণমাধ্যম খাতে দুই দেশের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি সাংস্কৃতিক বিনিময়ের ব্যাপারে দুজন একমত পোষণ করেন। এর মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের আরও উন্নয়ন ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।



বিষয়: #


আর্কাইভ