শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
সোমবার ● ১২ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৬৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৬৮
৪১ বার পঠিত
সোমবার ● ১২ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৬৮

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৬৮দেশে গত ২৪ ঘণ্টায় ৬৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৭ হাজার ৬২০ জনে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৮৪ জনে দাঁড়িয়েছে।

১২ ফেব্রুয়ারি, সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৫ দশমিক ৩০ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এখন পর্যন্ত করোনায় মৃত্যু ২৯ হাজার ৪৮৪ জন এবং শনাক্ত ২০ লাখ ৪৭ হাজার ৬২০ জন।

অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ২৮২টি। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৮ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা গেছেন একজন নারী। তার বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে বলে জানায় স্বাস্থ্য অধিদফতর। তিনি রাজশাহীতে অবস্থান করছিলেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু’দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।



বিষয়: #  #  #


আর্কাইভ