সোমবার ● ৫ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » যে দুঃ সং বা দ দিলো কানাডা
যে দুঃ সং বা দ দিলো কানাডা
বিনিয়োগের ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের পছন্দের শীর্ষে থাকে কানাডা। সেখানে বাড়ি কেনা বা আবাসিক স্থাপনার মালিকানা পেতে চান অনেকেই। কিন্তু চাইলেই আর এই ইচ্ছা পূরণ হচ্ছে না বিদেশিদের।
বিদেশিদের বাড়ি তথা আবাসিক স্থাপনার মালিকানা কেনার ওপর জারি থাকা নিষেধাজ্ঞার মেয়াদ আরও দুই বছরের জন্য বাড়িয়েছে কানাডা।
রোববার (৪ ফেব্রুয়ারি) এ ঘোষণা দেয়া হয়েছে। এর আগে, গত বছরের জানুয়ারিতে কানাডায় বিদেশিদের বাড়ি কেনার ওপর নিষেধাজ্ঞা কার্যকর হয়। সেই নিষেধাজ্ঞাই আরও দুই বছরের জন্য বাড়ানো হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, আবাসন সংকটে থাকা স্থানীয় বাসিন্দাদের জন্য বাড়িঘর সহজলভ্য করতে এবং বাড়ির আকাশছোঁয়া দাম নাগালের মধ্যে আনতে এই পদক্ষেপ নিচ্ছে দেশটি।
প্রতিবেদনে বলা হয়, তীব্র চাহিদার কারণে আবাসন ক্রয়ক্ষমতা সংকটের মুখোমুখি হয়েছে কানাডা। এ জন্য দায়ী করা হচ্ছে অভিবাসী এবং বিদেশি শিক্ষার্থীর সংখ্যার বৃদ্ধিকে। ক্রমবর্ধমান খরচ যেমন বাড়ি নির্মাণের গতি ধীর করে দিয়েছে, তেমনি বাড়িয়ে দিয়েছে বাড়ির চাহিদাও।
কানাডার উপ-প্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এক বিবৃতিতে বলেছেন, কানাডিয়ানদের জন্য আবাসন আরও সাশ্রয়ী করতে দেশের আবাসনে বিদেশি মালিকানার ওপর চলমান নিষেধাজ্ঞা, ২০২৫ সালের ১ জানুয়ারি যার মেয়াদ শেষ হতে চলেছে; তা ২০২৭ সালের ১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হবে।
এর আগে, গত মাসে রেকর্ড সংখ্যক অভিবাসী প্রবেশ এবং তার জেরে দিন দিন আবাসন সংকট তীব্র হতে থাকায় বিদেশি শিক্ষার্থীদের প্রবেশে বিধিনিষেধ আরোপের কথা জানায় কানাডা।
বিষয়: #নির্বাচন ২০২৪