শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
রবিবার ● ৪ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » অনুপ্রেরণা (গল্প) » অনু_গল্প: #বউয়ের_যত্ন
প্রথম পাতা » অনুপ্রেরণা (গল্প) » অনু_গল্প: #বউয়ের_যত্ন
৫৮ বার পঠিত
রবিবার ● ৪ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অনু_গল্প: #বউয়ের_যত্ন

অনু_গল্প: #বউয়ের_যত্ন-৮ মাস জুইয়ের শারীর স্পর্শ করি নাই। আমি অসুস্থ বলে!
-ইদানিং জুই অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে।
-জুই তুমি ইদানিং অনেক পরিবর্তন হয়েছো। আমাকে আগের মতো কেয়ার করোনা।
-মানে!
-মানেটা তুমি ভালো জানো’ জুই।
-এই সব তোমার মনের ভুল। আমি তোমাকে অনেক ভালোবাসি পাগল।
-ওহ!
-আচ্ছা শোন আমি অফিসে গেলাম। তুমি শুয়ে থাকো।
-ঠিক আছে।
‘এই বলে হাসিবের বউ জুই হন - হন করে বাড়ি থেকে বেরিয়ে পরে? এই দিকে বউয়ের এমন পরিবর্তন দেখে হাসিব বেশ কষ্ট পায়’?
‘তাই হাসিব বিছানা থেকে কষ্ট করে উঠে জুইয়ের পিছু নেয়।
(কারন হাসিব দেখতে চায় জুই সত্যি অফিসে চাকরি করে নাকি মিথ্যা সব )
-তো পিছু পিছু আসার পরে দেখতে পায় জুই একটি বাড়িতে ডুকলো এবং পোশাক চেন্স করে বাহিরে আসলো সঙ্গে আবার একটি ভেন গাড়ী সেই ভেনগাড়িতে কিছু কাচা বাজার। যে গুলা রাস্তায় বিক্রি করে।
-এই সব দেখে হাসিব বুজে যায় তার বউ জুই কিসের চাকরি করে!
‘এই সব দেখে হাসিব রাগান্বিত হয়ে বাসায় এসে জুইয়ের জন্যে অপেক্ষায় থাকে’
‘সন্ধায় জুই আসলে’
-তোমার অফিস শেষ হলো।
-হুমমম বলিওনা এতো কাজ অফিসে। আমি ক্লান্ত!
-আমাকে অনেক ভালোবাসো।
-হুমম! কিন্তু হঠাৎ এই কথা বলার কারন কি।
-অনেক কারন আছে। জুই তুমি আমাকে মিথ্যা বলছো কেনো।
-কি মিথ্যা বললা গো।
-এইযে তুমি রাস্তায় সবজি বিক্রি করো। আমাকে বলো অফিসে চাকরি করি।
‘কথাটি শুনেই জুইয়ের হাসি মাখা মুখটি ক্ষনিকের ভিতরেই মলিন হয়ে গেলো’
-ভয় পেওনা সব খুলে বলো আমাকে।
-আসলে হাসিব তুমি অসুস্থ হওয়ার পরে আমি অনেক অফিসে ইন্টার ভিউ দিয়েছি। সব খানেই আমার দেহটা চেয়েছে না হলে অনেক টাকা চেয়েছে। তাই আমি এই কাজটি করতে বাদ্ধ হই।
-আমাকে বলতে পারতে না।
-তুমি কষ্ট পাবে বলে আমি বলিনাই।
-বুঝতে পাচ্ছিনা তোমাকে কি বলবো। তোমার মতো বউ আমার ভাগ‍্যে ছিলো ভাবতেই অবাক লাগে। যেখানে অসুস্থ স্বামী কে রেখা যাওয়ার কথা সেখানে তুমি আমার জন্যে যা করতেছো।
-এই পাগল আমি করবো তবে কে করবে! আমি তোমার বউ আমি তোমাকে খেদমত করবো। যতোদিন বেছে আছি।’তাছারা তোমাকে ছেরে যাওয়ার কোন প্রশ্নই আসেনা’
-তুমি আমার জন্যে কতো কিছু করতেছো। আর আমি কতো খারাপ কিছু ভাবলাভ মনে মনে।
-আচ্ছা বাদ দাও এই সব কথা।
-ভালোবাসি তোমাকে।
-আমিও তোমাকে অনেক ভালোবাসি হাসিব!
“আসলেই ভালোবাসা সুন্দর মানুষটির মন সুন্দর হলে। এছারা স্বামী বা স্ত্রী যতোই অসুস্থ হোকনা কেনো তার প্রতি যত্নশীল হতে হবে।



বিষয়: #  #  #  #


আর্কাইভ