শনিবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » বাংলাদেশ » গাজীপুরে মোজা কারখানার আগুনের তীব্রতা বাড়ছে
গাজীপুরে মোজা কারখানার আগুনের তীব্রতা বাড়ছে
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়াবাড়ি এলাকায় মোজা তৈরির কারখানা গ্লোব গ্লোভস (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং লিমিটেডে অগ্নিকাণ্ডের তীব্রতা বাড়ছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
৩ ফেব্রুয়ারি, শনিবার বিকেল ৪টার দিকে শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়নে অবস্থিত এ কারখানাটিতে আগুন লাগে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গ্লোব গ্লোভস (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং লিমিটেডের একটি মোজা তৈরির কারখানায় আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিসের দুটি, রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটি, জয়দেবপুর ফায়ার সার্ভিসের একটি ও শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটিসহ সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, কারখানা ভবনের দোতলা ও তিনতলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে সাতটি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।
বিষয়: #আগুন #কারখানা #গাজীপুর #তীব্রতা #মোজা