শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১

Somoy Channel
মঙ্গলবার ● ৩০ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » সুনামগঞ্জ » শাল্লায় হাওর রক্ষা বাঁধ নির্মাণ হচ্ছে পুরোনো বাঁধের মাটি দিয়ে
প্রথম পাতা » সুনামগঞ্জ » শাল্লায় হাওর রক্ষা বাঁধ নির্মাণ হচ্ছে পুরোনো বাঁধের মাটি দিয়ে
৫৬ বার পঠিত
মঙ্গলবার ● ৩০ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শাল্লায় হাওর রক্ষা বাঁধ নির্মাণ হচ্ছে পুরোনো বাঁধের মাটি দিয়ে

শাল্লায় হাওর রক্ষা বাঁধ নির্মাণ হচ্ছে পুরোনো বাঁধের মাটি দিয়েসুনামগঞ্জের শাল্লা উপজেলায় পুরনো বাঁধের মাটি দিয়েই বাঁধ নির্মাণ করছেন পিআইসি কমিটির সদস্যরা। ফসল রক্ষা বাঁধের নির্মাণকাজে থাকা স্বার্থান্বেষী ব্যক্তিরা অক্ষত বাঁধ কেটে সেই মাটি দিয়েই নতুনভাবে বাঁধ নির্মাণ করছেন বলে অভিযোগ করেছেন হাওরপাড়ের কৃষকরা।

এর পূর্বে হাওর রক্ষা বাঁধ মেরামত প্রকল্প কমিটি গঠনের অনিয়মের বিরুদ্ধে পানি সম্পদ মন্ত্রণালয় বরাবর অভিযোগ করেন শাল্লা উপজেলা কৃষক লীগের আহ্বায়ক রঞ্জিত দাস।

তিনি ১, ৪, ৫, ৭, ১৭, ২২, ২৩, ২৪, ২৫, ৩২, ৩৪, ৩৫, ৩৭, ৪৬, ৪৭, ৪৮, ৫১, ৫৩, ৫৮, ৫৯, ৬০, ৬১, ৬২, ৬৪, ৬৬, ৬৯, ৭৩, ৭৪, ৮৯, ৯১, ৯৪, ৯৫, ৯৬, ৯৭, ৯৮, ৯৯, ১০০, ১০২, ১০৩, ১০৪, ১০৭, ১০৮, ১১০, ১১৩, ১১৪, ১২০ ও ১২৮ নং পিআইসির বিভিন্ন অনিয়মের কথা অভিযোগে তুলে ধরেন।

গত ২৫ জানুয়ারি সরেজমিনে গিয়ে দেখা যায়, শাল্লা উপজেলার ছায়ার হাওর উপ প্রকল্পের ৮৫, ৮৬, ৮৭, ৮৮, ৮৯, ৯০, ৯১, ৯২, ৯৩, ৯৪ ও ৯৫ নং পিআইসিতে পুরনো বাঁধের মাটি কেটে বাঁধ নির্মাণ করা হচ্ছে। আবার কিছু কিছু পিআইসিতে এখনো মাটি ফেলা হয়নি, সামান্য মাটি দিয়ে প্রলেপ দেওয়া হচ্ছে। আবার অনেক পিআইসিতে বালু মাটিঁ দিয়ে বাঁধ নির্মাণের সত্যতা পাওয়া গেছে। পুরনো বাঁধের স্লোভের মাটি এক্সেভেটর মেশিন দিয়ে কেটে বাঁধের উপরে তোলা হচ্ছে। বাঁধের উপর কেটে সমান করে রাখা হয়েছে। দেখলে মনে হয় যেন এটি সদ্য করা নতুন বাঁধ।

স্থানীয় কৃষকরা বলেন, আমরা জানতাম প্রকৃত কৃষকরা পাবে পিআইসি। কিন্তু ৯৪ ও ৯৫ নং বাঁধের কাজ যারা পাইছে তারা প্রকৃত কৃষক না।

৯৫ নং পিআইসির সভাপতি ও ১নং আটগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন আল কাওছার বলেন, মাটি কোঁড়ার বিষয়টি হচ্ছে এই বাঁধে মোট ৫৬৩ মিটার কাজ। এখানে ৭ লক্ষ টাকা বরাদ্দ। আমি যখন কাজ করছি ভুল আমার থাকতেই পারে। কিন্তু আমার জানামতে ১০ কেজি মাটিও নিচ থেকে উপরে উঠেনি।

প্রকল্পের সদস্য সচিব বলেন, এভাবে বাঁধের স্লোভের মাটি এনে উপরে তোলাই নিয়ম।

অন্যদিকে ৩৩ নং ফসল রক্ষা বাঁধের প্রথম উদ্ধোধন করেন শাল্লা উপজেলা পানি উন্নয়ন বোর্ড।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দায়সারাভাবে বাঁধের কাজ করছেন পিআইসি কমিটির সদস্যরা। বাঁধের কাছ থেকে তুলছেন মাটি।

এবিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট পিআইসির সভাপতি সুরঞ্জিত সামন্ত বলেন, বাঁধের কাছ থেকে মাটি কাটার বিষয়টি কর্তৃপক্ষ অবগত আছেন। বিগত দ্বাদশ নির্বাচন চলাকালীন সময়ে গাড়ি আনতে পারিনি তাই কাজের এত ধীরগতি।

এবিষয়ে শাল্লা উপজেলা কৃষকলীগের আহবায়ক ও কাবিটা কমিটির সদস্য রনজিৎ কুমার দাস জানান, যারা প্রকৃত কৃষক তাদেরকে বাদ দিয়ে এবং পিআইসির নীতিমালা না মেনে হাওড় রক্ষা বাঁধের কমিটি গঠন করা হয়েছে। হাওরে যাদের জমি নাই তাদেরকে হাওড় রক্ষা বাঁধের দায়িত্ব দিলে কোন ভাবেই সুফল আসবে না। তবে ফসলের সুফল বয়ে আনার জন্য প্রকৃত কৃষকদের দিয়ে হাওড় রক্ষা বাঁধের নতুন করে কমিটি নির্মাণ করার দাবিও রাখেন।

এবিষয়ে শাল্লা হাওর বাঁচাও আন্দোলন কমিটির সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাস বলেন, সরকার প্রতি বছরই কৃষকদের ঘাম ঝড়ানো বোরো ফসল রক্ষায় শত কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু পলি মাটি দিয়ে বাঁধ নির্মাণ ও বাঁধের কাছ থেকে মাটি কাটলে সেই বাঁধ কখনো টেকসই হবে না। সামান্য বৃষ্টি হলেই বাঁধ দূর্বল হয়ে যাবে বলে জানান তিনি।

পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রকৌশলী ও কাবিটা কমিটির সদস্য সচিব রিপন আলী বলেন, আমাদের যে জনবল আছে তাদেরকে ১৩১ টি পিআইসির দ্বায়িত্ব নিয়ে প্রতিদিন মাঠে কাজ করছেন। কোন পিআইসিতে বালু মাটি ও কালো মাটি দেখলে তা সড়িয়ে ফেলতে বলা হচ্ছে। কোথাও কোথাও কম্পেকশন না করে মাটি ফেলে দেওয়া হচ্ছে। যারা পিআইসি নিয়েছে তারা মূলত ঠিকাদার না। তাদের ফিলিং চার্ট দিচ্ছি কিন্তু আমরা না বুঝিয়ে দিলে তারা বুঝতেছে না। পিআইসিদের এজন্যই ভুল ত্রুটিগুলো একটু বেশিই হচ্ছে। আমরা প্রতিনিয়ত মাঠে যাচ্ছি বাঁধে কোন প্রকার অনিয়ম করার সুযোগ নেই বলে জানান তিনি।

পানি উন্নয়ন বোর্ডের কাবিটা কমিটির সভাপতি ও শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান বলেন, ফসল রক্ষা বাঁধে কোন অনিয়ম করা যাবে না। আমরা সরেজমিনে গিয়ে দেখে প্রয়োজনীয় ব্যাবস্থা নিব।

উল্লেখ্য যে, ২০২৩-২০২৪ অর্থ বছরে এবছর সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায় বোরো ফসল রক্ষায় ১৩১ টি বাঁধের ৮৪.৩৯৪ কিলোমিটার বাঁধ নির্মাণে ২২.৮১ কোটি টাকা বরাদ্দ বাস্তবায়ন করেছে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন।



বিষয়: #  #  #


সুনামগঞ্জ এর আরও খবর

৪‌ দিন ধ‌রে দোকা‌নে তালা ঝুল‌ছে  ছাত‌কে চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা  দোকান ঘ‌রে দিনদুপু‌রে তালা ৪‌ দিন ধ‌রে দোকা‌নে তালা ঝুল‌ছে ছাত‌কে চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা দোকান ঘ‌রে দিনদুপু‌রে তালা
ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত মুরাদ ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত মুরাদ
সুনামগঞ্জে বজ্রপাতে নিহত ২, আহত ৩ সুনামগঞ্জে বজ্রপাতে নিহত ২, আহত ৩
বিশ্বম্ভরপুরে জনমত জরীপে এগিয়ে  ঘোড়া প্রতীকের প্রার্থী দিলীপ বর্মন বিশ্বম্ভরপুরে জনমত জরীপে এগিয়ে ঘোড়া প্রতীকের প্রার্থী দিলীপ বর্মন
যাদুকাটা নদীতে ড্রেজার,মাদক,সন্ত্রাস,চাঁদাবাজ মুক্ত উপজেলা গড়তে মোটরসাইকেল ভোট দিন যাদুকাটা নদীতে ড্রেজার,মাদক,সন্ত্রাস,চাঁদাবাজ মুক্ত উপজেলা গড়তে মোটরসাইকেল ভোট দিন
সুনামগঞ্জের জগন্নাথপুরে হারানো টাকা মালিকের হাতে ফেরত দিয়ে দিষ্টান্ত স্হাপন করলো পুলিশ। সুনামগঞ্জের জগন্নাথপুরে হারানো টাকা মালিকের হাতে ফেরত দিয়ে দিষ্টান্ত স্হাপন করলো পুলিশ।
দোয়াত কলম প্রতিক নিয়ে ব্যাপক জনসমর্থনে এগিয়ে চলছেন চেয়ারম্যান প্রার্থী বোরহান দোয়াত কলম প্রতিক নিয়ে ব্যাপক জনসমর্থনে এগিয়ে চলছেন চেয়ারম্যান প্রার্থী বোরহান
ছাত‌কে ব‌্যবসা‌য়ি পাওনা টাকা চাইতে গিয়ে বিশ্বনাথে হামলার ঘটনায় এখ‌নো পুলিশ মামলা নেয়‌নি। ছাত‌কে ব‌্যবসা‌য়ি পাওনা টাকা চাইতে গিয়ে বিশ্বনাথে হামলার ঘটনায় এখ‌নো পুলিশ মামলা নেয়‌নি।
ছাতকে ৯ মাসেও পিআইও’র বিরুদ্ধে দুর্নীতির ৩ সদস‌্য ক‌মি‌টির তদন্তে নেই অগ্রগতি ছাতকে ৯ মাসেও পিআইও’র বিরুদ্ধে দুর্নীতির ৩ সদস‌্য ক‌মি‌টির তদন্তে নেই অগ্রগতি
রাণীনগরে মাদকের সাত মামলার আসামী চোলাই মদ তৈরির ৭৫লিটার ওয়াসসহ আটক রাণীনগরে মাদকের সাত মামলার আসামী চোলাই মদ তৈরির ৭৫লিটার ওয়াসসহ আটক

আর্কাইভ