শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
মঙ্গলবার ● ৩০ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » বিশেষ সংবাদ » প্রথম দিন সংসদে মোনাজাত পরিচালনা করেন হুছামুদ্দীন
প্রথম পাতা » বিশেষ সংবাদ » প্রথম দিন সংসদে মোনাজাত পরিচালনা করেন হুছামুদ্দীন
১০৭ বার পঠিত
মঙ্গলবার ● ৩০ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রথম দিন সংসদে মোনাজাত পরিচালনা করেন হুছামুদ্দীন

প্রথম দিন সংসদে মোনাজাত পরিচালনা করেন হুছামুদ্দীনশুরু হলো দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এ অধিবেশন শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করছেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। পরে সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে একাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে এবং ডেপুটি স্পিকার হিসাবে শামসুল হক টুকুকে মনোনীত করেছে।

অধিবেশন শুরুর পর মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী।

মোনাজাতে তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কে আল্লাহ কবুল করেন। দেশকে সমৃদ্ধশালী ও সোনার বাংলাদেশ হওয়ার তৌফিক দান করুন। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা সহ যারা দেশ স্বাধীনে শহীদ হয়েছেন তাদের কবরে রহমত বর্ষণ করুন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে সমৃদ্ধশালী হওয়ার তৌফিক দান করুন। সবাইকে খেদমত করার তৌফিক দান করুন। সংসদের সকল নেতাকে সুস্থতা দান করুন। দেশের অপশক্তিকে রুখে দাঁড়ানোর শক্তি দিন। দুশমনের দুশমনি থেকে হেফাজত দান করুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুস্থতা দান করুন। তার পরিবারে যারা শাহাদাত বরণ করেছেন তাদের জান্নাত দান করুন। প্রধানমন্ত্রী সকল উদ্যোগগুলোর সফলতা দান করুন। গজব থেকে আমাদের দেশকে হেফাজত করুন। দেশের উপর শান্তি বর্ষণ করুন।
জাতীয় সংসদের রেওয়াজ অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন। দ্বাদশ জাতীয় সংসদের এটি প্রথম অধিবেশন এবং ২০২৪ সালেরও প্রথম অধিবেশন। সে অনুযায়ী অধিবেশনের প্রথম দিন মঙ্গলবার সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।



বিষয়: #


আর্কাইভ