মঙ্গলবার ● ৩০ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » শিরোনাম » জাতীয় সংসদে আসন : প্রধানমন্ত্রীর সারিতে বসবেন সিলেটের দুই এমপি
জাতীয় সংসদে আসন : প্রধানমন্ত্রীর সারিতে বসবেন সিলেটের দুই এমপি
দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হচ্ছে মঙ্গলবার (৩০ জানুয়ারি)। জাপাকে বিরোধী দলের মর্যাদা দিয়ে সংসদ কক্ষের আসন বিন্যাস চূড়ান্ত করা হয়েছে। সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, সরকারি দলের প্রথম সারিতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশের আসনটি সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এবং তার পরের আসনটি বরাদ্দ দেওয়া হয়েছে শেখ ফজলুল করিম সেলিমকে।
এছাড়া প্রথম সারিতে আসন পেয়েছেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আবদুস শহীদ।
অন্যদিকে, সংসদে বিরোধীদলীয় নেতার আসন জিএম কাদের এবং বিরোধীদলীয় উপনেতার আসন আনিসুল ইসলাম মাহমুদকে দেওয়া হয়েছে। এ ছাড়া বিরোধী দলের প্রথম সারিতে বিরোধীদলীয় উপনেতার পাশের আসনটি জাপার রুহুল আমিন হাওলাদার এবং তার পরের তিনটি আসন বরাদ্দ দেওয়া হয়েছে স্বতন্ত্র এমপি আবদুল লতিফ সিদ্দিকী, কল্যাণ পার্টির মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ও ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেননকে।
সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই আলম চৌধুরী নতুন নিয়োগ পাওয়া হুইপ এবং বিরোধীদলীয় চিফ হুইপকে সঙ্গে নিয়ে স্পিকারের সঙ্গে আলোচনা করে সংসদ কক্ষের আসন বিন্যাস চূড়ান্ত করেছেন। এই আসন বণ্টন থেকে স্পষ্ট, জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা এবং আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধীদলীয় উপনেতার মর্যাদা দিয়ে সংসদ অধিবেশন শুরুর আগেই প্রজ্ঞাপন জারি করা হবে।
দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনের জন্য সব প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসেছিল ২০১৯ সালে ৩০ জানুয়ারি। সেই হিসাবে আজ সোমবার (২৯ জানুয়ারি) শেষ হচ্ছে একাদশ জাতীয় সংসদের মেয়াদ, দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হচ্ছে মঙ্গলবার (৩০ জানুয়ারি)।
বিষয়: #নির্বাচন ২০২৪