শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
শুক্রবার ● ২৬ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » নবীগঞ্জে বাড়ি ফেরা হলনা দুই বন্ধুর! গানের তালে তালে নাচতে নাচতে প্রাণ গেল দুজনের!
প্রথম পাতা » প্রধান সংবাদ » নবীগঞ্জে বাড়ি ফেরা হলনা দুই বন্ধুর! গানের তালে তালে নাচতে নাচতে প্রাণ গেল দুজনের!
১৬৩ বার পঠিত
শুক্রবার ● ২৬ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবীগঞ্জে বাড়ি ফেরা হলনা দুই বন্ধুর! গানের তালে তালে নাচতে নাচতে প্রাণ গেল দুজনের!

নবীগঞ্জে বাড়ি ফেরা হলনা দুই বন্ধুর! গানের তালে তালে নাচতে নাচতে প্রাণ গেল দুজনের!বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:- নবীগঞ্জে বার্ষিক ওরসে বাড়ি ফেরা হলো না দুই বন্ধু’র! তারা দুজন মিলে এসেছিল ওরসে গান শুনতে। গানের অনুষ্ঠান শুরু হওয়ার পরই চলছে নাচ ও গান। সেই উন্মাদনায় হয়ে অন্যদের পাশাপাশি এ দুজন নাচতে থাকেন। কিন্তু এই নাচই যে তাদের জীবনের শেষ নাচ হবে সে কি আর তাদের জানা ছিল? গানের তালে তালে নাচতে নাচতে হঠাৎ মাটিতে পড়ে গিয়ে হার্ড অ্যাটাক করে। এতে ঘটনা স্থলেই তারা দুজন মৃত্যুর কুলে ঢলে পড়েন।
মৃত ব্যাক্তিরা হলো, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুড়া গ্রামের মৃত গেদা মিয়ার পুত্র আব্দুল কালাম (৪০) ও ঘোলডুবা গ্রামের আব্দুল আজিজ (৪২)।

স্থানীয় সূত্রে জানাযায়, প্রতি বছর কাকড়া গ্রামের মাঠে নমিসা (র:) ইছালে ছোয়াব উপলক্ষে ১৫৬তম বার্ষিক ওরস অনুষ্টিত হয়। এসব ওরসকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে নাচ গানের জন্য বিভিন্ন ধরনের নারী-পুরুষ শিল্পি আনা হয়। এ পরসে গান যখন শুরু হয় এর কিচ্ছুক্ষন পরই শিল্পিদের গানের তালে তালে সবাই এক সাথে নাচতে থাকেন। অন্যদের লোকজনের মত উল্লেখিত দু বন্ধুরা গানের তালে তালে নাচতে থাকেন। কিন্ত এ নাচই যে তাদের জীবনের কাল হয়ে দাড়াবে তা কেউ আর বুঝতে পারেনি। নাচতে নাচতে হঠাৎ তারা মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তারা মৃত্যুর কুলে ঢলে পড়েন। শুক্রবার নিজ নিজ গ্রামে তাদের নামাজের জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, নবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ওরস মাহফিল উপলক্ষে মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। বিশেষ করে শীত মৌসুমে এসব মিলা হয়ে থাকে। এসব মেলায় হাজারো ভক্তের ঢল নামে। তাই সময়-সুযোগ বুঝে মৌসুমি সময় হিসেবে বেছে নিয়ে মেলার ঐতিহ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের নাম করে প্যান্ডেলের ভেতরে মেয়েদের নিয়ে চলে অশ্লীল নাচ ও গান। নাচ দেখে সন্তুষ্ট হয়ে অনেকেই টাকা কড়ি ছড়িয়ে-ছিটিয়ে দিতে দেখা যয়। পাশাপাশি টাকা দেবার বিনিময়ে নারীদের একটু স্পর্শ পাওয়ার সুযোগও হয় তাদের। এসব অপকর্ম বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন সচেতন উপজেলাবাসী।



বিষয়: #  #  #


আর্কাইভ