শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
শনিবার ● ১৮ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » বাংলাদেশ » নির্বাচনে কে আসলো না আসলো সেটা দেখার বিষয় না : পরিকল্পনামন্ত্রী
প্রথম পাতা » বাংলাদেশ » নির্বাচনে কে আসলো না আসলো সেটা দেখার বিষয় না : পরিকল্পনামন্ত্রী
৪৮ বার পঠিত
শনিবার ● ১৮ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নির্বাচনে কে আসলো না আসলো সেটা দেখার বিষয় না : পরিকল্পনামন্ত্রী

নির্বাচনে কে আসলো না আসলো সেটা দেখার বিষয় না : পরিকল্পনামন্ত্রীপরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, সামনে জাতীয় নির্বাচন সবাইকে সতর্ক থাকতে হবে। কে আমাদের উন্নতি করেছে, আমাদের অপার সুযোগ সুবিধা দিয়েছে তাকে মনে রাখতে হবে। একটি গোষ্ঠী আছে যারা নির্বাচনে না এসে হরতাল-অবরোধ জ্বালাও পোড়াও করে, মানুষকে কষ্ট দিয়ে ক্ষমতায় আসতে চায়। এই সুযোগ তাদেরকে দেয়া হবে না। নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে কে আসলো না আসলো সেটা দেখার বিষয় না।আইন অনুযায়ীই সব হবে৷

শনিবার(১৮ নভেম্বর) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের পিঠাপশী, মনবেগ, দামোধরতুপী ও আলমপুর গ্রামে জনসাধারণের সাথে মতবিনিময় শেষে মন্ত্রী এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, উন্নয়নের নেতা শেখ হাসিনা।তাঁর হাতধরেই উন্নয়ন অগ্রযাত্রায় সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেশে। এই সরকারের সময়ে দেশের যে উন্নয়ন হয়েছে এর আগে কেউ তা কল্পনাও করতে পারেনি। এই দেশে অনেকে ক্ষমতায় ছিলেন, তারা দেশের কল্যাণে, মানুষের ভাগ্যোন্নয়নের জন্য কিছু করেননি।একমাত্র শেখ হাসিনাই দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি চান দেশের মানুষ সুখে শান্তিতে থাকুক৷

মন্ত্রী আরও বলেন, আমরা হাওরাঞ্চলের মানুষ। আমাদের একমাত্র বিশ্বস্ত নেতা শেখ হাসিনা। তিনি হাওরের মানুষকে ভালোবাসেন। তিনি চান হাওরের মানুষ উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাক৷ আমাদের প্রতি তার বিশেষ নজর আছে বলেই আমরা সুনামগঞ্জে মেডিকেল কলেজ, টেক্সটাইল ইন্সটিটিউট, বিশ্ববিদ্যালয়, ধান গবেষণা ইন্সটিটিউট, ভোকেশনাল ইন্সটিটিউট, বিটাকসহ অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পেয়েছি৷ আমাদের আরও কাজ, আরও উন্নয়ন দরকার। যিনি আমাদেরকে এত উন্নয়ন দিয়েছেন তাকে মনে রাখতে হবে। আমাদের নিজেদের স্বার্থের জন্যই শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।

মতবিনিময়ে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, পুর্ব পাগলা ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা নূর মিয়া, সহ-সভাপতি আসাদুর রহমান আসাদ, রাশিকুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক এনামুল কবির এনাম, সাংগঠনিক সম্পাদক হাজী সৈয়দুর রহমান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক চুরুখ মিয়া, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ফয়জুল করিম, পূর্ব পাগলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিক খান, সাধারণ সম্পাদক সমশের আলী, দরগাপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু খালেদ চৌধুরী রুবেল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান শাহিন, বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিত ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি দিলন আহমদ প্রমুখ৷
সিলেট প্রতিদিন



বিষয়: #  #  #


আর্কাইভ