শনিবার ● ১৮ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » রাজনীতি » আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো–চেয়ারম্যান কাজী জাফর উল্যাহ
আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো–চেয়ারম্যান কাজী জাফর উল্যাহ
” আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো–চেয়ারম্যান কাজী জাফর উল্যাহ, কমিটির চেয়ারম্যান শেখ হাসিনা ওবায়দুল কাদের সদস্য সচিব ”
ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান করা হয়েছে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহকে।
এই কমিটির চেয়ারম্যান দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে তেজগাঁওয়ে দলের ঢাকা জেলা কার্যালয়ে কমিটির প্রথম বৈঠকে সভাপতিত্ব করে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ ঘোষণা দেন।
গত ৯ নভেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ কমিটি গঠন করা হয়।
২০০৯, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন প্রয়াত এইচ টি ইমাম।
২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন প্রয়াত অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া।
নির্বাচন কমিশন গত বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। আগামী ৭ জানুয়ারি ভোট গ্রহণ হবে।
বিষয়: #আওয়ামী লীগ #নির্বাচন #নির্বাচন ২০২৪