শনিবার ● ২০ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » আত্রাইয়ে ফসলি জমিতে পুকুর খননে তিন ভেকু মালিককে ২লক্ষ টাকা জরিমানা
আত্রাইয়ে ফসলি জমিতে পুকুর খননে তিন ভেকু মালিককে ২লক্ষ টাকা জরিমানা
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে ফসলি জমিতে পুকুর খননের সময় তিনজন ভেকু মালিককে মোট দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযান চালিয়ে শনিবার বিকেলে এই জরিমানা করেন।
আদালত সুত্র জানায়,উপজেলার বাঁকা মাঠে,শুটকিগাছা মাঠে এবং ভোঁপাড়া মাঠে ফসলি জমিতে ভেকু মেশিন দিয়ে পুকুর খনন চলছে এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় ভেকু মালিক উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের সাইদুর রহমান (৫৫),পালশা গ্রামের আলমগীর হোসেন খোকন (৪০) এবং শুটকিগাছা গ্রামের খয়বর আলী (৫৪) কে পৃথক তিনটি মামলায় মোট দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।
আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস বলেন,বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তিনজনকে মোট দুই লক্ষ টাকা জরিমানা করা হয়ছে। ফসলি জমি রক্ষায় এবং অবৈধ পুকুর খনন বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
বিষয়: #আত্রাই #খনন #জমি #পুকুর #ফসলি