শনিবার ● ১৮ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » শিরোনাম » দিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব
দিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব
ডেস্ক রিপোর্ট: চলতি মাসেই নয়াদিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন। তবে এ বিষয়ে কোনও তারিখ এখনও নির্ধারিত হয়নি। এক্ষেত্রে চলতি মাসেই সফরটি হচ্ছে এমনটা নিশ্চিত করেছে সেগুনবাগিচা।
সূত্রে জানা যায়, রুটিন ফরেন অফিস কনসালটেশন প্রক্রিয়ার অংশ হিসেবে দিল্লির বিদেশ সচিব বিনয় মোহন কোয়াত্রার আমন্ত্রণে সচিব মাসুদ বিন মোমেন ভারত যাচ্ছেন।
এ সফরটিতে দ্বিপক্ষীয় নিয়মিত ইস্যুগুলোতেই উঠে আসবে, বাংলাদেশের ঐতিহাসিক বন্ধু এবং ঘনিষ্ঠ প্রতিবেশি হিসেবে ভারতের সঙ্গে আলোচনায় অত্যাসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করার জন্য সরকারের ওপর আন্তর্জাতিক সম্প্রদায় যেভাবে চাপ তৈরি করেছে তা নিয়েও কথা হবে ধারণা করছে বিশ্লেষকরা।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ঢাকায় সর্বশেষ ফরেন অফিস কনসালটেশন হয়েছিল। সে সময় সচিব মাসুদ বিন মোমেনের আমন্ত্রণে দিল্লির বিদেশ সচিব বিনয় মোহন কোয়াত্রা ঢাকা সফর করেছিলেন। সাধারণত ফরেন অফিস কনসালটেশন বছরান্তে হয়ে থাকে, কিন্তু জরুরি প্রয়োজনে বছরপূর্ণ হওয়ার আগে এফওসি আয়োজনে কোনো বাধা নেই। সে হিসেবে বছরপূর্ণ হওয়ার আগেই ভারতের সঙ্গে এফওসিতে বসছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিবের নেতৃত্বাধীন ঢাকার প্রতিনিধিদল।
দ্বাদশ নির্বাচনের আগে পররাষ্ট্র সচিবের দিল্লি সফরকে বেশ তাৎপর্যপূর্ণই হিসেবেই বিবেচনা করা হচ্ছে।
বিষয়: #দিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব