শুক্রবার ● ১৭ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » ডোনাল্ড লুর চিঠির জবাব দিল আওয়ামী লীগ
ডোনাল্ড লুর চিঠির জবাব দিল আওয়ামী লীগ
” মিশনের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ আর্তুরো হাইন্সের কাছে চিঠিটি হস্তান্তর করেন মোহাম্মদ এ আরাফাত ”
ডেস্ক:যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর চিঠির জবাব দিয়েছে আওয়ামী লীগ।
শুক্রবার (১৭ নভেম্বর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে ডোনাল্ড লু-এর চিঠির জবাব দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ এ আরাফাত।
মিশনের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ আর্তুরো হাইন্সের কাছে চিঠিটি হস্তান্তর করেন তিনি।
এর আগে, ১৩ নভেম্বর ডোনাল্ড লুর পক্ষে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে চিঠিটি পৌঁছে দেন।
শর্তহীন সংলাপের আহ্বান জানিয়ে চিঠিতে উল্লেখ করা হয়, “বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র।”
বৃহস্পতিবার ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, “চিঠির জবাব দু-এক দিনের মধ্যে দেব। এটা একটা সৌজন্যবোধ, শিষ্টাচারের বিষয়। তিনি একটা চিঠি দিয়েছেন, সেটার জবাব আমরা অবশ্যই দেব। এটা গণতান্ত্রিক রীতিনীতির মধ্যেও পড়ে। চিঠি প্রসঙ্গে আমাদের কথা এটাই।”
এরই মধ্যে চিঠির জবাব দিয়েছে বিএনপিও। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ওই চিঠিতে বলেন, “অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সংলাপে তাদের আপত্তি নেই।”
মঙ্গলবার নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রধান তিনটি দলকে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু-এর চিঠির ফলে আসন্ন নির্বাচনের তফসিলে কোনো প্রভাব পড়বে না।”
বিষয়: # #আওয়ামী #লীগ